পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(Iutestine) Rf3 g | - ○*こ芝宰 পৃষ্টি—erাদ্য \ర9 عهtfهو ج ttasممامام مهم مما ح - 回 স্নেহ দ্রবা (তৈলময় পদার্গ) এবং ভাত, রুটি, তরকারী, মাছ, মাংস ডালের কঠিন অংশ । রক্তনালী ইহা চুৰিয়া লইতে পারে না। এজন্য ইহা পাকস্থলী হইতে অন্ত্রে প্রবেশ করে। সেখানে ইe আরও চূর্ণ হইয়া তরল হইতে থাকে। "l१४ो4 नक्रिम निक्र ३३८७ श्रप्श्रश्न অস্থ একটি প্রকাগু নালী । ইহা লম্বায় প্রায় ছাব্বিশ ফুট। ইহার দুষ্টটি ভাগ। উপরের ভাগ দৈর্ঘ্যে প্রায় ২০ ফুট এবং ইহার èि८मद्र

    • t Intestine}

পাস পায় ১০ ইঞ্চি পরিমাণ হইবে। আর নীচের •l:"अ ४५भा स्थाम्न ७ प्ले १११ वाम थाम्न ठिम ছঞ্চি পরিমাণ হইয়া থাকে। অন্থের উপরিভাগকে ** ** (Small Intestine) of oltso stolz; বৃহৎ অস্থ (l.arge Intestine) বলা যাইতে পারে। ক্ষুদ্র মন্থটি পাকস্থলীর নীচের দিকে কুগুলী পাকাইয়। পাকাইয়া গিয়াছে। বুহৎ অস্ত্রটি প্রথম উপরে পাকস্থলীর দিকে উঠিয় দক্ষিণ দিকে গিয়াছে; তাহার পর পাকস্থলীর নীচে দিয়া বাম দিকে যাইয়া পরে মল-দ্বারে (Recuum) আসিয়াছে। খাদ্মনালীর যেমন মাংসপেশী আছে, অন্ত্রের ভিতরেও তেমনি মাংসপেশী আছে। ইহার। আপন হই৩েই সঙ্কচিত ও


প্রসারিত হয়। অন্ধের মধ্যেও আবার অনেকগুলি ছোট ছোট রসপূর্ণ পলি (Gland) আছে। যকৃৎ (Livor) পাকস্থলীর উপরে দক্ষিণদিকে অবস্থিত। ইহা দেখিতে মেটে রঙ্গের । যকৃৎ আম্বের মধ্যে এক প্রকার রস ঢালিয়া দেয় এই রসের নাম পিত্তস্থস (IBile)। পিত্ত দ্বারা তৈলজা ষ্টীয় খাদ্যদ্রব্যাদি আরও তরল হয়। যকৃতের এই রসের যখন প্রয়োজন হয় না, তখন উহা এক থলির মধ্যে সঞ্চিত থাকে। এই থলির নাম পিত্ত কোষ । পাকস্থলীর রস ও অন্থের রস থাপ্ত দ্রবাদির সঙ্কিত মিশ্রিত হইয়া থাকে ৷ খাদ্যদ্রব্যের যে অংশ এই দুইটি রস দ্বারা তরল হয় না, এই অস্ত্রের রস তাহা তবল করিয়া ফেলে, অবশিষ্ট তরল অংশ ক্রমশ: আখের শেষ সীমায়ু আসিয়া পেচিতে পোছিতে রক্তনালী সকল তাই। হইতে পুষ্টিকর সমস্ত তরলপদার্থ চুধিয়া লয়। তখন থাঙ্গের অবশিষ্ট অংশ তরল থাকে না, শক্ত বা কঠিন হতয়া পড়ে । এই সকল পদার্থের মধ্যে শরীরের পৃষ্টিকর কিছুই থাকে ন। দুষ্পাচা দ্রব্য যাহা থাকে, তাং মল দ্বার দিয়া মলের আকারে শরীর হইতে বাহির হইয়।

  • I1ब्र ।

খাদ্য ও পরিপক সম্বন্ধে তোমাদের কাছে সব কপাই ললিলাম। খাদ্ধের জিনিষ যদি ভাল করিয়া চিবাইয়া না থাও, তা হইলে উহা মুখের মধ্যে চুণ না হওয়াতে উছার সহিত প্ৰাণা মিশ্ৰিত ইহতে পারে না, সুতরাং উহা ভাল করিয়া তরল হইতে পারে না। চূণ ও তরল না হয়াই খাদ্য পাকস্থলীতে গাইয় পড়ে। পাকস্থলীকে দাতের কাজও করিতে ছয় । পাকস্থলী যাহা পারে না, অন্ত্রও তাই পারে না। ফলে খাদ্যাদ্ধবা খুব ভাল ভাবে চূৰ্ণ না হওয়ার দরুণ রক্তনালী তাছা হইতে পুষ্টিকর খাদ্য সামগ্ৰী চুযিয় লইতে পারে না । এইজন্য খাদ্যদ্রব্যের অধিকাংশ শরীরের কোন কাযো না আসিয়া তরল অবস্থায় বাহির হইয়া যায়—এই অবস্থারই নাম “পেটের অস্থখ।” কাজেই, খাদ্যদ্র বা উত্তমরূপে চিবাইয়। ন, থাইলে এবং অত্যধিক আহার করিলে পেটের পীড়া জন্মে। ՏՀՏՏ