পাতা:শিশু-ভারতী - তৃতীয় খণ্ড.djvu/১০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিশু-গুণৱতী .محمد - গুহাপথের মত দেপিতে। ৮৮৩গৃষ্ঠার আসলে এগুলি ভারতের একটি বিশেষ জোনপুরের জন্ম। মসজিদের কারুকার্ষ্যের নিজস্ব রূপ ধারণ করিয়াছিল। খোরাসাণের ---—-----------------------------—n ইরাণী স্থাপত্যের

| ছবিতে খিলান
ও মিনারগুলি * - দেখিলে তাহ। : বেশ বুঝিতে

পারা যায় । গুজরাটে অনেক গুলি মুঘল কাত্তি দেখিতে পাওয়া যায। বিশেষ আহি মাদাবাদে । মাললের ( লালটেংরণেব ইরাণী স্থাপত্য હસાર ) માછુન્ન ছবিটি দেখিলে প্রাচীন ভারতীয় আলঙ্কারিক প্রাচীন কীৰ্ত্তি দর্শনীয়। এগুলি গুজরাটেৰ শিল্পের কখ। মনে হইবে । পদ্মের নক্সা সুলতান আহমদ সাহের আমলে ১৪১১ একেবারে প্রাচীন *1を1び○召 নিজস্ব জিনিষ। নক্সাটির ধাবে আবদী নক্সা এবং মপ্যে পদ্ম, ভারত ও পারস্তের অপূৰ্ণব মিলন। এইটি ১৪০৮ খৃষ্টাব্দে মাকী রাজ্যর দ্বারা স্থাপিত হয় । এই রাজ্য ১৪৭৬ খুঃ পৰ্য্যন্ত জৌনপুরে আধিপত্য করিয়াছিল। বাঙ্গালাঘ গৌড়, পাণ্ডুয়া এবং মালদহের প্রাচীন মসজিদগুলি স্থাপত্যের উৎকুষ্ট গোল গম্বুজ—মুহম্মদ আবিলশাহের সমাধি—বীজাপুর নিদর্শন। এই সব মসজিদের গাযে ভারতের হইতে ১৪৪৩ ঋষ্টাব্দে তৈয়ারী হইয়াছিল। শিল্প কলায় প্রচলিত পদ্ম, লতা প্রভৃতি আহমদ সাহের মসজিদে প্রাচীন ভারতের দেখা যায়। এগুলি নামেমাত্র ইরাণী, স্থাপত্য রীতির পরিচয় বেশ পাওয়া যায়। - brb-8