পাতা:শিশু-ভারতী - তৃতীয় খণ্ড.djvu/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

=ि=थs-त्वत्रान्झपटी কোন প্রাচীন কীৰ্ত্তিটি ঠিক কোন সময়ের, তাত নির্ণয় করা নায় না । মৌর্য্যসঙ্ঘযুগেৰ পৌদ্ধ চৈত্য গুহ মন্দিবগুলির প্রবেশ-দ্বাবেব উপর খিলান আছে এবং চৈত্যগুহাৰ ভিতরটা দেখিলে বাঙলা দেশের মোটচালার কথা মনে হয় । খোড়ো চালাঘরই যেন এই সব গুহায ক্রমপরিণতিতে পাথরের এক বিশেষ আকার বা মূৰ্ত্তি লষ্টয়াছে বলিয়া মনে হয। পরবর্তী যুগেব পুবীর ভুবনেশ্বর বা কোনার্কের সূৰ্য্যমন্দিৰ প্রভৃতি বাঙল। দেশের নিকটবৰ্ত্তী হইলেও বৌদ্ধ চৈত্য গুহার মত বা বাঙল দেশেব গণেশরথ মন্দির-মহাবলিপুরম চালাঘরের একেবারেই নয়। দক্ষিণাত্যের এবং পুবীর মন্দিবগুলি কতকটা পুবীকালের বাজাদেব মাথার মুকুটেব মত ছাদে গডা। এইরূপ মন্দিরগুলির মধ্যে দাক্ষিণাত্যের মাত্রা, মহাবলিপুরম, তাঞ্জোব, কাঞ্চি, মহীশূরের সোমনাথপুর প্রভৃতি ও লঙ্কাব অমুরাধাপুর ও পেলানারওয়া বিশেষ উল্লেখযোগ্য। ধরণের web." অশোকের আমলের ঠিক পরবর্তী যুগের বা সমসাময়িক হিন্দুমন্দিরের বড় একটা পরিচয় কোপাও পাওয়া যায় না । একমাত্র রামনগরের অeিচ্ছত্র মন্দিরটি খুঃ পূঃ ১ম শতাব্দী কিম্বা খৃষ্টীয় ১ম শতাব্দীর বলিয়া অনুমান করা হয়। এই মন্দিরটির দেয়ালে মাটির পোড়ানো ইটের শিবের বিষযে অনেক মূৰ্ত্তি শোভিত আছে । এটি ভুবনেশ্বর প্রভৃতি মন্দিরের ধরণে তৈযার । ছত্রপুররাজ্যে বুন্দেলখণ্ডে খাজরাতোতে অনেক | শোভিত মন্দির দেখা যায়। খৃষ্টীয় ১ম শতাব্দীতে চান্দেলরাজের দ্বারা এইসব মন্দির গঠিত হয়। এগুলি উত্তৰ ভারতের (আর্য্যাবৰ্ত্তের) বিশেষ একটি ধরণে গঠিত এবং কারুকার্য। শোভিত। বাজপুতানায়, মধ্য ভারতে অনেক স্বর্য্যমন্দির ও দেবদেবীর প্রাচীন মন্দির নানা স্থানে বিক্ষিপ্ত হইয়া আছে । উত্তর ভাবতেও অনেক পাথরের ও ইটের তৈয়াৰী প্রাচীন মন্দিরের সন্ধান পাওয়া যায় । কানপুবের ভিতরগাওয়েব মন্দিরটি প্রাচীনতম। অন্য আর একটি প্রাচীন মন্দির আছে—সেটি কাঞ্চিরাজোব মধ্যে অবস্থিত । ইটের ও পাথরের উপব কারুকার্য্যের নমুনা এই সব প্রাচীন মন্দিরে মপেষ্ট দেখিতে পাওয়া যায়। পরবর্তী যুগে এই সব প্রদেশে মুসলমানের অধিকারের সঙ্গে সঙ্গেই এইরূপ পোডামাটর কাজ একপ্রকার উঠিয়া গিযাছে। কিন্তু বাঙলাদেশে শতবৎসর পূৰ্ব্বে —কোম্পানীর আমলের পরও কিছুকাল পর্য্যস্ত এইরূপ কাজ মন্দিরের গায়ে তৈয়ারী করার রীতি ছিল । এখন আর এরূপ কাজ বড় একটা দেখা যায না। বাঙলা দেশের মন্দিরগুলি খোড়োচালার মত। ছাদের কাণিশগুলি চার কোণের দিকে ঢালু করিয়া তৈযাব করা হয় ; ঠিক এইরূপ ধরণের স্থাপত্য অপর কোনো প্রদেশেই প্রচলিত নাই। এইজন্য বিশেষভাবে ইহাকে বাঙলার | همه-هم -o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o