পাতা:শিশু-ভারতী - তৃতীয় খণ্ড.djvu/২২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

i -! ইংল্পাঞ্জী কৰিভাক্স প্রথম ৰিকাশ Traveller's Song 5% of “sota cois ভাগে অথবা পঞ্চম শতাব্দীর প্রথম ভাগে Rf5 = *Rgtfşat i The Battle of Finnsburg ও এই সময়ে রচিত হয় । উত্তর ফিজিয়ানদের (Frisians) রাজা কি কবিয়া ডেলদের রাজা II raef কে হত্যা কলে, ৰাঙ্গাল বিবরণ এই বইখানিতে লিপিবদ্ধ তই যাছে। এই দুইখানি বইএর পাণ্ডুলিপিতেই একাদশ শতাব্দীব তারিখ পাওয়া যায়। সুতরাং এই দুইটি কবিতাতে যে বহু প্রক্ষিপ্ত ঘটনার সমবেশ হইয়াছে, এ বিষয়ে কোন সন্দেহ নাই । তারপর ইংরাজ জাতি খুষ্টধৰ্ম্ম গ্ৰহণ করিল—লাটিন কষ্টল তাঙ্গাদেব সাহিত্যিক ভাষা। বিহার যেমন বৌদ্ধদের বিদ্যাশিক্ষাল একমাত্র কেন্দ্র হইয়াছিল, খুষ্টধৰ্ম্মাবলম্বীদেব ও sf* g *IattàfA (Momastery , f<%iশিক্ষাব একমান কেন্দ্র হইয়া দাড়াইল । তথনকার দিনে এক পৰ্ম্মযাজক ছাড়া অন্য কেত লেখাপড়া জানিত না । ৬৬০ খৃষ্টাব্দ হইতে ৬৮০ খৃষ্টাব্দের মধ্যে সেন্ট হিলডা প্রতিষ্ঠিত zề5f44 nrx (Whitby Monastery zz ) কেড়মন (Castlmon) সৰ্ব্বপ্রথম তাহীদের ধৰ্ম্মগ্রন্থ বাইবেলথানিকে এংলো সাক্সন অসবা প্রাচীন ইংবাজি ভাষায় অনুবাদ করেন । তখনকার দিনে এংলো স্বাক্সন অপৰা প্রাচীন ইংরাজীই ছিল ঐ দেশের ভাষা। কোন কোন সমালোচকের মতে কেড়মনেব আবির্ভাব আবে অনেক পরে হইয়াছিল । কিন্তু প্রাচীন ঐতিহাসিক Bele-এর লেখাতে আমরা কেড্‌মনের উল্লেখ দেখিতে পাই নাই । কেডুমনের লেখা সম্বন্ধে বেশ উপাদেয় গল্প প্রচলিত আছে । কেড়মন হিলডার মঠে সামান্য গোপালকের কাজ করিতেন। একদিন রাত্রিতে তিনি আস্তাবলে শুইয়া আছেন, এমন সময়ে ভগবানের বাণী তিনি শুনিতে পাইলেন—“কেড়মন, তুমি একটি আমাকে একটি গান শুনাও ।” কেড়মন তাহার অক্ষমতার কথা জানাইলেন কিন্তু তবু সেই বাণী অনুরোপ করিতে লাগিল । অবশেষে কেড়মন জিজ্ঞাসা করিলেন, কি গান তিনি গাহিবেন । উত্তর হইল, “এই পৃথিবীর সৃষ্টিতত্ত্ব এবং ভগবান কেমন কাব্য। ইতা সঃি করিযাচ্ছেন, সেই গান তুমি গাও ।” কেছ্মন গান করিতে লাগিলেন --অপূৰ্ব্ব সুন্দৰ ভাবরাশি মধুব শব্দের লঙ্কাৰ তুলিয়। ষ্টাতার কণ্ঠ হইতে বাহির হইয়। আসিতে লাগিল । ঘুম তাহার ভাঙ্গিয়া গেল কিন্তু সে সুলের পেশ তগনে। ভাঙ্গিল না. গানের কণাগুলিও তিনি ভুলিলেন না। মঠেব প্রধান কৰ্ম্মচাবাকে তিনি অবিকল গানেৰ কথাগুলি বলিয়া গেলেন । কৰ্ম্মচারীটি তখন তাহদেল অনাক্ষ সেন্ট হিলডাল কাছে র্তীতাকে লইয়া গেল । তারপর কেড্‌মনেব শিক্ষা হইল। তিনি বাইবেল পড়িযা ফেলিলেন এবং বাইবেলের গল্প লইয়া সুন্দর সুন্দর কবিতা রচনা করিতে লাগিলেন । এমনি একটি অত্যাশ্চর্যা গল্প কেড়মনেব নামের সঙ্গে সংযুক্ত হইয়া আছে। এংলো স্যালসন সাহিত্যের কথা বলিতে গেলে তার যাহাব কথা স্বভাবতঃই মনে Tsirz sA, Efsta Afa ('ynew ulf1 Exeter Book নামক প্রাচীন ইংরাজী কবিতার চয়নিকাতে আমব যে-সব এংলো স্যাকসন Riddles (স্কেয়ালী) দেখিতে পাই, সেগুলির অনেকগুলিষ্ট নাকি ইহারই রচিত । ইহা gişi (2) Juliana (*) Christ ( :) The Fates of the Apostles or (8) Etene এই চারিটি কবিতাতে র্তাহীর নাম পাওয়া গিয়াছে। ১০৬৬ খৃষ্টাব্দে নৰ্ম্মণিগণ (Normans) ইংল্যাণ্ড জয় করে। এই নৰ্ম্মাণদেব প্রভাবে ইংৰাজী ভাষায় এক ঘোরতর পরিবর্তন ठान्नर्ुष्ट