পাতা:শিশু-ভারতী - তৃতীয় খণ্ড.djvu/২৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অ্যান্নিষ্টভল । করিয়াছিলেন। এক কথায় তিনি তুলনামুলক শারীর বিজ্ঞান বিদ্যার (Comparative Anatomy) on পথ-নির্দেশক । এই সব গবেষণাব দ্বারা কোথায় তিনি সফলকাম হইয়াছেন, কোথায় বিফলমনোরথ হইয়াছেন, সব কথাই তাহার লিপিত গ্রন্থে সযত্নে * লিপিবদ্ধ বহিয়াছে । হিপোক্রেটিস বলিতেন,— আমি যে সব পরীক্ষায় কুত কাৰ্য্য হইতে পাবি নাই, তাহ! লিখিয়া যাওয়ায় এই স্বফল হইবে গে ভবিষ্যৎ শিক্ষাগীব। অামাব ভুলের সংশোধন কবিয প্রকৃত পথে চলিতে পারি- - বেন । তাহাব জ্ঞানগর্ত - *—"Life is brief, but artis long, the emergency swift, the test deceptive, and judgment difficult”. চিকিৎসা ব্যবসায়কে সমাজে সম্মানজনক করিয়া তুলিবার জন্য র্তাহাব একান্ত আগ্রহ ছিল। সেজন্ম কসের চিকিৎসা ব্যবসায়াদিগকে তিনি আঙ্গিকাবলদ্ধ কবাহঁয়াছিলেন, সেখানকার চিকিৎসাবিদ্যালয় হইতে উত্তীর্ণ ছাত্রের যখন চিকিৎসা ব্যবসায়ে প্রবৃত্ত হবে, wo W •r তখন তাহাদিগকে র্তাহীদের আয়ের একাংশদ্বারা সাহায্য করিতে হইবে । এই রীতি হিপোক্রেটিসের *if*=#ft (Oath of Hippocrates) Rrrnofafss তিনি আরও বলিতেন—আমি পবিত্রভাবে জীবন খগেন শ্ৰীৰূপে অপেশচাৰল যঙ্গ । যাপন করিয়া অামাব এই কল্যাণকর ব্যবসায়ের মঙ্গল সাধন কলিব । আমি বোর্গব বাড়ীতে তাহার বোগ দূৰ করিবার মঙ্গল উদেখ লইয়াই অগ্রসর হইব । অর্থেব প্রলোভনে নহে। এই মহামু ভব মহাপুকধেব সময় হইতেই চিকিৎসা বালসায় প্রকৃত বৈজ্ঞানিক পদ্ধতিমূলক পথে অগ্রসব হইয়৷ মানবজাতির পরম মঙ্গলের কারণ হইয়াছে। অ্যারিষ্টটল [ অনুমানিক ৩৮৪-৩২২ খৃঃ পূঃ আব্দ ] দার্শনিক বলিয়া অ্যারিষ্টটলেব নাম জগদ্বিগ্যাত প্রকৃত পক্ষে অ্যারিস্টটলের ন্যায় নানা বিষয়ে স্থপণ্ডিত ব্যক্তি প্রাচীন গ্রীসে বড় ছিল না। তিনি জ্যোতিবিষ্ঠা কাব্য, পদার্থবিদ্য, দর্শন, জীববিজ্ঞান, রাজনীতি প্রভৃতি নান বিষয়ে গ্রন্থ বচনা কবিয়া গিয়ছেন। জীবিত প্রাণী বা জীববিজ্ঞানসম্বন্ধে তিনি যে গ্রন্থ প্রণয়ন করিয়া গিয়াছেন, তাহ হইতে মনে হয় যে, ঐ বিষয়ে তাহার পূৰ্ব্বে কেহ ঐরূপ স্বাধীন চিন্তাও করেন নাই এবং উৎকৃষ্ট গ্রন্থও রচনা করেন নাই । গ্ৰীকৃ উপনিবেশ খেসেব অন্তর্গত স্তাগিব। (Stagira) নামক স্থানে অ্যারিষ্টটল জন্মগ্রহণ করেন। অ্যারিষ্টটলের পিত। ম্যাকিড়োনের রাজা ফিলিপেব একজন চিকিৎসক ছিলেন। শৈশবে নৃপতি ফিলিপ বালক অ্যারিষ্টটলের শিক্ষার তত্ত্বাবধান করিতেন । --- טא ס ג ----- আঠাবে। বৎসব বয়সে অ্যাবিষ্টটল এথেন্সের সুবিখ্যাত একাডেমি (Academy) তে সে সময়ের স্ববিখ্যাত পণ্ডিত প্লেটোব নিকট শিক্ষালাভ করেন। একাডেমিতে তিনি অসাধারণ প্রতিভাশালী ছাত্ররূপে পবিগণিত হইয়াছিলেন। একবার প্লেটো, অ্যারিষ্টটুলকে লক্ষ্য করিয়৷ বলিয়াছিলেন—অ্যারিষ্টটল "একাডেমিক মন ।" প্রায় কুড়ি বৎসর কাল এই মেধাবী যুবক এথেন্সের বিদ্বৎসমাজে থাকিয়া নানা বিষয়ে জ্ঞানলাভ করেন। প্লেটোর মৃত্যুর পরে তিনি খেলের নানাস্থানে ভ্রমণ করেন এবং কিছুকাল লেস্বস (Lesboss দ্বীপে থাকিয় সামুদ্রিক জীব জন্তুব প্রকা - পৰ্য্যবেক্ষণ করিযাছিলেন। এখান হক্টতে তিনি ম্যাকিডোনিয়ায় যাইয়া রাজা ফিলিপের পুত্রের গৃহ-শিক্ষকের পদ গ্রহণ করেন। এই বালকই --- ایهام------------------