পাতা:শিশু-ভারতী - তৃতীয় খণ্ড.djvu/৩৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পৃথিবী পরিক্রমণে পর্তুগীজ জাতির উদ্যম { নাবিক রাজকুমার হেনরী ] 이 미) (tiol ) ভূগোলকের পাঁচটি মহাদেশ তোমপ! ভূগোলক দেখিয!ছ । 5%1・ আছে । এশিয, ইউপোপ, আফ্রিক, উত্তল ও দক্ষিণ আমেধিক এপ" তাষ্ট্রেলিয়। তন্মপে সব চেয়ে ছোট তইrহছে, ইউরোপ। লিঙ্গ স্টউরোপ অকলে ছোট হইলে কি হয়। সভ্যতায, পরাক্রমে ও শিল্প-বিজ্ঞানেল চর্চাল ইউরোপ সকল মহাদেশেল অগ্রণী। ইউরোপেল লোকের শিক্ষায়, দীক্ষান, ক্ষমতাল অন্যান্য দেশের লোক হইতে শ্রেষ্ঠ, সেইজ লাগল। পৃথিবীব সৰ্ব্বন প্রভুত্ব করিতেছে এবং অন্যান্ত দেশের লোকে তাহাদেব শিক্ষা ও সভ্যতা অনুকলণ করিতে চেষ্টা করিতেছে। আমাদের দেশ হষ্টতে লোকে শিল্প, বিজ্ঞান, সাহিত্য শিখিতে ইউরোপে যায়। ইউরোপ বর্তমান জগন্তেব গুরু ও তাদর্শ স্থানীয়। ইউৰোপ মহাদেশ তাবাব নানা দেশে বিভক্ত। যেমন ইংলণ্ড, জাৰ্ম্মেনী, ফ্রান্স, রুশিয়া ইত্যাদি। এই সমস্ত দেশের ভাষা এক নয় এবং সভ্যতাও এক নয়। অনেক দেশ খুবই সভ্য এবং সমৃদ্ধ, আবার অনেক দেশ পূব দরিদ্র এবং সভাতায় পব উচ্চ স্তরে আলোহণ করিতে পারে নাই । তউরোপেল মানচিত্রে দষ্টিপাত কৰিলে পশ্চিম ভাগে একটি উপদ্বীপ দেখিতে পাইবে । উষ্ঠা দুইটি দেশে বিভক্ত-স্পেন ও পর্তুগাল। বৰ্ত্তমান স্পেন ও পর্তুগাল ইউরোপেব অন্যান্য দেশের তুলনায় অতি নগণ্য ও দবিদ দেশ। এমন কি, ভাপ বম অথবা চীন হইতে সভ্যতাস ও সমুদ্ধিতে এই দুই দে বেশী শ্লেষ্ট নয কিন্তু এক সময় ছিল যখন স্পেন ও পর্তুগাল সাহিত্য, বিজ্ঞান, পল ক্রম ও সভ্যতায় ইউরোপে শ্ৰেষ্ঠ স্থান অধিকাৰ করিয়াছিল এবং হাতাদের দৃষ্টান্ত অনুকৰণ করিয়াই ইউরোপের ठाणांण ८म* ** १ड़ कठेगांrछ् ।। ८**ान ४ পর্তুগালেপ সেই গৌরবমন যুগের কথাই এগন বলিতেছি। অতি প্রাচীন কালে স্পেন-পর্তুগালে ( সম্মিলিত দেশেল নাম আইবিরীয় উপদ্বীপ ) তাইবিরীয় নামে এক জাতি বাস করিত। তাহারা তেমন সভা ছিল না। ভূমধ্যসাগরের পূর্ব উপকূল হইতে সুসভ্য גפיו 5ħ