পাতা:শিশু-ভারতী - তৃতীয় খণ্ড.djvu/৪৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

~ि~डee-ड्छान्नडठी ५ যে গ্রীক নৃপতি সাকেত ও মাধ্যমিক (আধুনিক ভিলসার) শাসনকৰ্ত্ত ছিলেন। অবরোধ করিয়াছিলেন, তিনি কে, এ যুদ্ধের ফলে বিদর্ভ-রাজের পরাজয় হইলে বিষয়ে ঐতিহাসিকগণের মধ্যে একটু মতভেদ আছে । অনেকে মনে করেন, তিনি শাকলাধিপতি মিনেন্দার, আবার অনেকের মতে তিনি ডেমিটি রস অবশ্য। চেমিটি । সেরই পুস্থামিত্রের সমসাময়িক হওয়া অধিক সম্ভব । মিনেন্দার বোধ হয় পুষ্যমিত্রেব অনেক পরে রাজা হইয়াছিলেন। ডেমিট য়সেব পরে গ্রীকদের মপো পরম্পল গুহ-বিবাদের ফলে পঞ্জাবের রাজা দুই ভাগে বিভক্ত হইয়া পডিয়াছিল । প্যামিত্র গ্রীক আক্রমণ প্রতিবোপ করতে সমর্থ হইয়াছিলেন । গুহ-বিবাদের ফলে ও ব্রাহ্মণ রাজার তপোবলে না হউক, বাহুবলের প্রভাবে গ্রীকৃরাজকে ভারতে গ্ৰীক-সাম্রাজ্য প্রতিষ্ঠিত করিবার স্বপ্ন ত্যাগ করিতে হইয়াছিল। এদিকে বৃহদ্ৰথ মৌর্যের সচিবের জনৈক আত্মীয় যজ্ঞসেন বিদৰ্ভ দেশে একটি পযগিলি শুখায় পোদিত চিত্র ইত্যাদি স্বাধীন রাজা স্থাপন কলিযাছিলেন । এই তাহার রাজ্যের অৰ্দ্ধাংশ তাহার ভ্রাত মাগবসেনকে প্রদান করিতে হক্টয়াছিল ও বরদা নামক äät-(ModernWardah) দুইটি রাজ্যের সীমা রেখা নিদিষ্ট হইয়াছিল। মানবসেন শুঙ্গদের মিত্র ছিলেন। অতএব তোমরা দেখিতে পাইতেছ, পুষ্যমিত্র শুঙ্গের প্রভাব বিদর্ভ দেশ পর্য্যন্ত বিস্তুত হইয়াছিল। পাetলপুত্রেণ ধ্বংসাবশেণ পুষ্যমিত্রের রাজধানী বিদর্ভরাজের সহিত পুষ্যমিত্রের পুত্র অগ্নি- পাটলিপুত্র ছিল। র্তাহার সাম্রাজ্য দক্ষিণে মিত্রের যুদ্ধ হইয়াছিল। অগ্নিমিত্র বিদিশার নৰ্ম্মদী পর্যাস্ত বিস্তৃত ছিল। মগধ, তীরভূক্তি,


* > * >8 --