পাতা:শেষ প্রশ্ন.djvu/১১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

So Q শেষ প্রশ্ন কমল কহিল, আমি তো আপনার সঙ্গে সারাদিন গল্প করিতে পেলে বেঁচে যাই। কিন্তু আর সকলে রাগ, করবেন যে ? তাহার মুখের হাসি সত্বেও আশুবাবু ব্যথা পাইলেন 'কলিন কথা তোমার মিথ্যে নয় কমল। কিন্তু যারা রাগ করবেন তারা কেউ উপস্থিত নেই। এখানকার নতুন ম্যাজিষ্ট্রেট বাঙ্গালী । র্তার স্ত্রী হচ্চেন, মণির বন্ধু, এক সঙ্গে কলেজে পড়েছিলেন । দিন দুই হ’ল তিনি স্বামীর কাছে এসেছেন,—মণি র্তার ওখানেই বেড়াতে গেছেন ফিরতে বোধ হয় রাত্রি হবে । I. কমল প্রশ্ন করিল, আপনি বললেন র্যার রাগ করবেন। একজন তো , কিন্তু বাকি কারা ?

  • আওবাবু বলিলেন, সবাই। এখানে তার অভাব নেই। আগে মনে হোতো অজিতের হয়ত তোমার প্রতি রাগ নেই, কিন্তু এখন দেখি তার বিদ্বেষই যেন সবচেয়ে বেশি। যেন অক্ষয় বাবুকৈও হার মানিয়েছে। ஒதா

কমল চুপ করিয়া শুনিতেছে দেখিয়া বলিতে লাগিলেন, এসেও তাকে এমন দেখিনি, কিন্তু হঠাৎ দিন দুত্তিনের মধ্যে সে যেন বদলে গেল । এখন অবিনাশকেও দেখি তাই। এরা সবাই মিলে যেন তোমার বিরুদ্ধে চক্রান্ত করেছে। o এবার কমল হাসিল, কহিল অর্থাৎ, কুশাস্কুরের উপর বজ্রাঘাত ! কিন্তু আমার মত সমাজ ও লোকালয়ের বাইরে তুচ্ছ একজন মেয়ে মানুষের বিরুদ্ধে চক্রান্ত কিসের জষ্ঠে ? আমি তুে কারও বাড়ীতে যান্টুনে। আওবাবু বলিলেন, তা যাওনা সত্যি স্পইন্ধের কোথায় তোমাদের বাসা তাও কেউ স্থানেন, কিন্তু তাই বলে তুমি তুচ্ছ নয়.কমুল। তাই তোমাকে এরা ভুলতেও পারেনা, মাপ করতেও পারেনা। তোমার