পাতা:শেষ প্রশ্ন.djvu/১৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন والتي لا কমল তৎক্ষণাৎ সম্মত হইয়া বলিল, আমি কালই যেতে পারি যদি নিয়ে যান । হরেন্দ্র বলিল, না, কাল নয়, আর একদিন । আমাদের আশ্রমের রাজেন এবং সতীশ গেছে কাশী বেড়াতে ; তারা ফিরে এলে আপনাকে নিয়ে যাবো! আমি নিশ্চয় বলতে পারি তাদের দেখলে আপনি খুসি হবেন। অবিনাশ সেই মাত্র আসিয়া দাড়াইয়াছিল, শুনিয়া চক্ষু বিস্ফারিত করিয়া কহিল, কতকগুলো লক্ষ্মী-ছাড়ার আডড বুঝি এরই মধ্যে আশ্রম হয়ে উঠলো ? কত ভণ্ডামিই তুই জানিস্ হরেন। নীলিম রাগ করিল। কহিল, এ তোমার অন্যায় মুখুয্যে মশায়। ঠাকুরপো তো তোমার কাছে আশ্রমের চাদা চাইতে আসেননি যে ভণ্ড বলে গাল দিচ্চো ? নিজের খরচে পরের ছেলে মানুষ করাকে ভণ্ডামি বলেন । বরঞ্চ যারা বলে তাদেরই তাই বলে ডাকা উচিত । হরেন হাসিয়া বলিল বৌদি, এইমাত্র যে আপনি নিজেই তাদের ভেড়ার পাল বলে তিরস্কার করছিলেন,—এখন আপনারই কথার প্রতিধ্বনি করতে গিয়ে সেজদার ভাগ্যে এই পুরস্কার ? নীলিমা কহিল, আমি বলুছিলাম রাগে । কিন্তু উনি বলেন কোন লজ্জায় ? ভণ্ডামির ধারণা আগে নিজের মধ্যে স্পষ্ট হয়ে উঠুক, তার পরে যেন পরকে বলতে যান। 靴 কমল জিজ্ঞাসা করিল, আপনার ছেলেরা তো সবাই ইস্কুল কলেজে পড়েন ? হরেন বলিল, ই, প্রকাতে তাই বটে। অবিনাশ কহিলেন, আর অপ্রকাশ্বে কি সব প্রাণায়াম, রেচককুস্তকের চর্চা করা হয় সেটাও অমনি খুলে বলো ?