পাতা:শেষ প্রশ্ন.djvu/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন ৮৬ বাচালে বাবা । এই বলিয়া আগুবাবু নিশ্চিন্ত পরিতৃপ্তির দীর্ঘ নিশ্বাস মোচন করিয়া বলিলেন, রাত অনেক হ’ল, সে বোধ হয় ক্লান্ত হয়ে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েচে । আজ আর দেখচি মেয়েটার খাওয়া হ’লন । ষাও বাবা তুমি দুটি খেয়ে নিয়ে ওয়ে পড়োগে । অজিত বলিল, এত রাত্রে আমি আর খাবোনা, আপনি গুতে যান। যাই’। কিন্তু কিছুই খাবোনা ? একটু কিছু মুখে দিয়ে— না, কিছুই না। আপনি আর বিলম্ব করবেননা। শুতে যান। এই বলিয়া সেই রুগ্ন মানুষটিকে ঘরে পাঠাইয়া দিয়া অজিত নিজের ঘরে আসিয়া খোলা জানালার সন্মুখে দাড়াইয়া রহিল। সে নিশ্চয় জানিত স্বরের আলোচনা শেষ হইলে পিতার খবর লইতে এদিকে একবার মনোরমা আসিবেই আসিবে। T মণি আসিল, কিন্তু প্রায় আধ ঘণ্টা পরে। প্রথমে সে পিতার বসিবার ঘরের সম্মুখে গিয়া দেখিল ঘর অন্ধকার। যদু বোধ হয় নিকটেই কোথাও সজাগ ছিল, মনিবের ডাকে সাড়া দেয় নাই বটে, কিন্তু তিনি উঠিয়া গেলে আলো নিবাইয়া দিয়াছিল। মনোরমা ক্ষণকাল ইতস্ততঃ করিয়া মুখ ফিরাইতেই দেখিতে পাইল অজিত তাহার ঘরে খোলা জানালার সম্মুখে চুপ করিয়া দাড়াইয়া আছে। তাহারে ঘরে আলো ছিল না, কিন্তু উপরের গাড়ী-বারান্দার ক্ষীণ রশ্মিরেখা তাহার জানলায় গিয়া পড়িয়াছিল । কে ? আমি মজিত | বাঃ ! *কখন এলে? বাবা বোধ হয় গুতে গেছেন। এই বলিয়া সে যেন একুটু চুপ করিবার চেষ্টা করিল, কিন্তু অসমাপ্ত কথার বেগ তাহাকে থামিতে দিলনা । বলিতে লাগিল, দ্যাখে৷ তো তোমার