পাতা:শেষ সপ্তক-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ সপ্তক কেননা, ১৩৩৯ জগ্রন্থায়ণে লেখার পর ঐ বৎসরেই রূপ-রেখা সাময়িক পত্রে মুত্রিত। এই পূর্বতন মুন্ত্রিত পাঠে রবীন্দ্রনাথ স্বহস্তে নানা পরিবর্তন করেন শেষ সপ্তক কাব্যে সংকলনের পূর্বে তাহা সংরক্ষিত প্রেল-কপিতেই দেখা যায়। গ্রন্থে ছাপা হওয়ার পূর্বে কবি প্রফে দারও পরিবর্তন আৰশুই করিয়া থাকিবেন, তাহাও জানা যায় গ্রন্থ-প্ৰত ৰন্থপরিচিত পাঠ হইতে । , * এ স্থলে ‘মূল’ বা ‘মূলের কাছাকাছি সাময়িক পত্রের পাঠ যেমন সংকলন করা গেল, প্রেল-কপিতে কবির স্বহস্তের পরিবর্তন জ্ঞাপন করা হইল ছত্রসংখ্যার সাহায্যে। কৌতুহলী পাঠক উভয়ই গ্রন্থমুদ্রিত সর্বশেষ পাঠের সহিত মিলাইলে লাভৰান হইবেন সন্দেহ নাই ; রচনার প্রক্রিয়াটি লক্ষ্য করা বা বিচার-বিশ্লেষণ করা অপেক্ষাকৃত সহজসাধ্য হইবে আশা করা যায়। * মূল্যশোধ রবীন্দ্রনাথ ঠাকুর তোমাকে পেয়েছি বলে জেনেছিলেম, কোনো দাম করোনি দাবী । দিন গেছে রাত গেছে, দিয়েছ ডালি তোমার উজাড় করে । (t একবার আড়চোখে চেয়ে ভাণ্ডার ভরেছি অনায়াসে আনমনে । নব বসম্ভের মাধবী যোগ দিয়েছিল তোমার দানের সঙ্গে, , শরতের পূর্ণিমা দিয়েছিল তাকে পূর্ণ করে, Se 線 যাচাই করিনি

  • আপন গর্বে ছিলেম উদাসীন ।

૨8 8