পাতা:শেষ সপ্তক-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

তেরো

রাস্তায় চলতে চলতে
বাউল এসে থামল
তােমার সদর দরজায়।
গাইল, 'অচিন পাখি উড়ে আসে খাঁচায়।'
দেখে অবুঝ মন বলে,
‘অধরাকে ধরেছি।'

তুমি তখন স্নানের পরে এলােচুলে
দাঁড়িয়ে ছিলে জানলায়।
অধরা ছিল তােমার দূরে-চাওয়া চোখের
পল্লবে,
অধরা ছিল তােমার কাঁকন-পরা নিটোল হাতের
মধুরিমায়।
ওকে ভিক্ষে দিলে পাঠিয়ে,
ও গেল চলে;
জানলে না এই গানে তােমারই কথা।

তুমি রাগিণীর মতাে আস যাও
একতারার তারে তারে।

৪৮