পাতা:শ্রীকান্ত-প্রথম পর্ব-কিশোর সংস্করণ.djvu/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8し* &ীকান্ত এ সঙ্গে থাকলে কেউ ত কামড়াতে পারেই না ; আর তাই যদি ব৷ কামড়াত—তাতেই বা কি ! শাহজাকে টেনে তুলে তক্ষণি বিষ-পাথরটি ধরিয়ে দিতুম। আচ্ছ। দিদি, ঐ বিষ-পাথরটায়ু কতক্ষণে বিষ টেনে নিতে পারে ? আধ ঘণ্টা ? এক ঘণ্টা ? না ততক্ষণ লাগে না, ন দিদি ? দিদি কিন্তু তেমনি নীরবে চাহিয়া রহিলেন । ইন্দ্র উত্তেজিত হইয়া উঠিয়াছিল, বলিল আজ দাও না দিদি আমাকে একটি। তোমাদের ত দুটো-তিনটে রয়েচে—আর আমি কতদিন ধ’রে চাইচি। আমাকে তোমরা য। বল, আমি তাই করি—আর তোমর কেবল পঢ়ি দিয়ে আমাকে আজ নয় কাল, কাল নয় পরশু— যদি নাই দেবে, তবে বলে দাও না কেন ? আমি আর আসব ন— যাও । ইন্দ্র লক্ষ্য করিল না, কিন্তু আমি তাহার দিদির মুখের পানে চাহিয়া বেশ অনুভব করিলাম যে, তার মুখখানি কিসের অপরিসীম ব্যথায় ও লজ্জায় যেন একেবারে কালিবর্ণ হইয়া গেল ! কিন্তু পরক্ষণেই জোর করিয়া একটুখানি হাসির ভাব আনিয়া কহিলেন, হী রে ইন্দ্র, তুই কি তোর দিদির বাড়ীতে শুধু সাপের মন্তর আর বিষ-পাথরের জন্তেই আসিস্ রে ? ইন্দ্র অসঙ্কোচে বলিয়া বসিল, তবে না ত কি ! নিদ্রিত শাহজীকে একবার আড়-চোখে চাহিয়া দেখিয়া কহিল, কিন্তু কেবলই আমাকে ভোগ দিচ্চে—এ তিথি নয়, ও তিথি নয়, সে তিথি নয়, সেই যে কবে শুধু হাতচালার মন্তরটুকু দিয়েছিল, আর দিতেই চায় না। কিন্তু আজ আমি টের পেয়েছি দিদি, তুমিও