পাতা:শ্রীকান্ত-প্রথম পর্ব-কিশোর সংস্করণ.djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীকান্ত 8<ٹ কম নয়, তুমিও সব জানো। ওকে আর আমি খোসামোদ করচিনে দিদি, তোমার কাছ থেকেই সমস্তু মন্তর আদায় ক’রে নেব। ই দিদি, তুমিও মড়া বাঁচাতে পারে ? দিদি বলিলেন, আমি ত মড়া বাচাতে জানিনে ইন্দ্রনাথ ! ইন্দ্র প্রশ্ন করিল, তোমাকে এ মন্তর শাহ জী দেয়নি ? দিদি ঘাড় নাড়িয়া না বলিলে, ইন্দ্র মাথা নাড়িতে নাড়িতে বলিল, এ বিছে কি কেউ শিগগির দিতে চায় দিদি । আচ্ছা, কড়ি-চালাট। নিশ্চয়ই শিখে নিয়েচ, না ? দিদি বলিলেন, কাকে কড়ি-চাল বলে, তাই ত জানিনে ভাই ! ইন্দ্র বিশ্বাস করিল না । বলিল, ইস্ ! জানন। বৈ কি ? দেবে না, তাই বল। আমার দিকে চাহিয়া কহিল, কড়ি-চালt কখনো দেখেচিস ক্রীকান্ত ? দুটি কড়ি মন্তর পড়ে ছেড়ে দিলে তার উড়ে গিয়ে যেখানে সাপ আছে, তার কপালে গিয়ে কামড়ে ধীরে, সাপটকে দশদিনের পথ থেকে টেনে এনে হাজির ক’রে দেয় । এমনি মন্তরের জোর । আচ্ছা দিদি, ঘর-বন্ধন, দেহ-বন্ধন, ধূলো-পড়া এ সব জান ত ? আর যদি নাই জানবে ত অমন সাপটকে ধ’রে দেবে কি ক’রে ? দিদি বলিলেন, ইন্দ্র, তোর দিদির এ সব কাণাকড়ির বিদ্যেও নেই । কয়েক মুহূৰ্ত্ত নীরব থাকিয়, দিদি হঠাৎ বলিয়। উঠিলেন, ইন্দ্রনাথ, আমাদের আগাগোড়া সমস্তই ফাকি। আর তুমি মিথ্যে আশা নিয়ে শাহ জাঁর পিছনে ঘুরে বেড়িয়োন । আমরা মন্ত্র-তন্ত্র 8