পাতা:শ্রীকান্ত-প্রথম পর্ব-কিশোর সংস্করণ.djvu/৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীকান্ত میab> গিয়াছিলাম। এত উপদ্রব-অত্যাচার হাসিমুখে সহ করিয়া আজ নৌকাচড়ার পরিসমাপ্তি করিয়া, এই দুৰ্জ্জয় শীতের রাত্রে কোচার খুটমাত্র অবলম্বন করিয়া, কঁাপিতে কঁাপিতে বাটী ফিরিয়া গেলাম । বহুকাল পরের কথা । এক রাজার ছেলের নিমন্ত্রণে র্তার শিকার-পার্টিতে গিয়া উপস্থিত হইয়াছি। এর সঙ্গে অনেকদিন স্কুলে পড়িয়াছি, গোপনে অনেক অঁাক কমিয়া দিয়াছি—তাই তখন ভারি ভাব ছিল। তার পরে এণ্টান্স ক্লাস হইতে ছাড়াছাড়ি । রাজার ছেলেদের স্মৃতিশক্তি কম, তাও জানি । কিন্তু ইনি যে মনে করিয়া চিঠিপত্র লিখিতে সুরু করিবেন, ভাবি নাই। মাঝে হঠাৎ একদিন দেখা। তখন সবে সাবালক হইয়াছেন। অনেক জমানে টাকা হাতে পড়িয়াছে এবং তার পরে ইত্যাদি ইত্যাদি । রাজার ছেলের কানে গিয়াছে—অতিরঞ্জিত হইয়াই গিয়াছে— রাইফেল চালাইতে আমার জুড়ি নাই ; এবং আরও এতপ্রকারের গুণগ্রামে ইতিমধ্যে মণ্ডিত হইয়া উঠিয়াছি যে, একমাত্র সাবালক রাজপুত্রেরই অন্তরঙ্গ বন্ধু হইবার আমি উপযুক্ত। শাস্ত্রকারের বলেন, রাজা-রাজড়ার সাদর আহবান কখনো উপেক্ষা করিবে না। হিন্দুর ছেলে, শাস্ত্র অমান্ত করিতে ত আর পারি না। কাজেই গেলাম। ষ্টেশন হইতে দশ-বার ক্রোশ পথ গজপুষ্ঠে গিয়া দেখি, ই, রজেপুত্রের সাবালকের লক্ষণ বটে। গোটা পাচেক ভাবু পড়িয়াছে। একটা তার নিজস্ব, একটা বন্ধুদের, একটা ভূতদের, একটায়-খাবার বন্দোবস্ত। আর একটা অমনি একটু দূরে—সেটা ভাগ করিয়া জন দুই বাইজী ও তাদের -সাঙ্গোপাঙ্গদের আডড ।