পাতা:শ্রীমদ্‌ভগবদ্‌গীতা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রথম অধ্যায়।

অস্মাকন্তু বিশিষ্ট যে তান্নিবোধ দ্বিজোত্তম!।
নায়কা মম সৈন্থ্যস্ত সংজ্ঞার্থং তান ব্রবীমি তে॥ ৭॥

 হে দ্বিজোত্তম! আমাদিগের মধ্যে যাঁহারা প্রধান, আমার সৈন্যের নায়ক, তাহাদিগকে অবগত হউন। আপনার অবগতির জন্য সে সকল আপনাকে বলিতেছি। ৭।

ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয়ঃ।
অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তির্জয়দ্রথঃ॥ ৮॥[১]

 আপনি, ভীষ্ম, কর্ণ, যুদ্ধজয়ী ক্বপ, (৬) অশ্বত্থামা (৭), বিকর্ণ, সোমদত্ত-পুত্র (৮) ও জয়দ্রথ (৯)। ৮।

 (৬) ইনিও ব্রাহ্মণ এবং অস্ত্রবিদ্যায় কৌরবদিগের আচার্য্য।

 (৭) দ্রোণপুত্ত্র।

 (৮) ইনিই বিখ্যাত ভূরিশ্রবা।

 (৯) দুর্য্যোধনের ভগিনীপতি।

অন্ত্যে চ বহবঃ শূরা মদর্থে ত্যক্তজীবিতাঃ।
নানাশস্ত্রপ্রহরণা: সর্ব্বে যুদ্ধবিশারদাঃ॥ ৯॥

 আরও অনেক অনেক বীর আমার জন্য ত্যক্তজীবন হইয়াছেন (অর্থাৎ জীবন ত্যাগে প্রস্তুত হইয়াছেন)। তাঁহারা সকলে নানাস্ত্রধারী এবং যুদ্ধবিশারদ॥ ৯॥

 গীক্তার প্রথমাধ্যায়ে ধর্ম্মতত্ত্ব কিছু নাই। কিন্তু প্রথম অধ্যায় কাব্যাংশে বড় উৎকৃষ্ট। উপরে উভয় পক্ষের বহু গুণবান্——————

  1. সৌমদস্তিন্তথৈব চ ইতি পাঠান্তর আছে।