পাতা:শ্রীমদ্‌ভগবদ্‌গীতা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ অধ্যায় । ఫ్చిs h হে কৃষ্ণ ! তুমি আমার এই সংশয় ছেদন কর ; তোমা ভিন্ন আর কেহ এই সংশয় ছেদন করিতে সমর্থ হইবে না । ৩৯ ৷ শ্ৰীভগবানুবাচ। পাৰ্থ নৈবেহ নামুত্র বিনাশস্তস্য বিদ্যতে । নহি কল্যাণকৃৎ কশ্চিদ গতিং তাত গচ্ছতি ॥ ৪০ ৷ শ্ৰীভগবান কহিলেন, হে পাৰ্থ ! যোগভ্ৰষ্ট ব্যক্তি, কি ইহলোকে কি পরলোকে কুত্ৰাপি বিনষ্ট হয় না ; (কারণ কোন শুভকারীই দুৰ্গতি প্রাপ্ত হয় না । ৪০ ৷ প্রাপ্য পুণ্যকৃতাং লোকামুষিত্ব শাশ্বতীঃ সমাঃ । শুচীনাং শ্রীমতাং গেহে যোগভ্ৰষ্টোইভিজায়তে ॥৪১ যোগভ্ৰষ্ট ব্যক্তি পুণ্যকারীদিগের প্রাপ্য লোকে বহু বৎসর অবস্থান করিয়া সদাচার ও ধন সম্পন্নদিগের গৃহে জন্ম গ্রহণ ○び奪 I 8) ] আগবা যোগিনীমেব কুলে ভবতি ধীমতাম । এতদ্ধি দুর্লভতরং লোকে জন্ম যদীদৃশম ॥৪২ ॥ অথবা বুদ্ধিমান যোগীদিগের বংশে জন্ম গ্রহণ করে ; যোগীদিগের কুলে জন্ম অতি ফুল্লভ ।। ৪২ ৷ তত্ৰ-তং বুদ্ধিসংযোগং লভতে পৌৰ্ব্বদেহিকম। যততে চ ততো ভূয়ঃ সংসিদ্ধৌ কুরুনন্দন ॥ ৪৩ ৷ যোগভ্ৰষ্ট ব্যক্তি সেই জন্মে পৌৰ্ব্বদেহিক বুদ্ধি লাভ করে এবং মুক্তলাভ বিষয়ে পুৰ্ব্বজন্ম অপেক্ষ অধিকতর যত্ন করিয়া থাকে ॥৪৩