পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/১১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সূত্রখণ্ড পালিব ভকতজন, অণর ধৰ্ম্ম সংস্থাপন, জনম লভিব পৃথিবীতে ॥ ৫৯০ ॥ অধৰ্ম্ম-বিনাশ-কাজে, আর কিবা ধৰ্ম্ম অাছে, হেন বুঝি আকার ইঙ্গিতে । আজ্ঞা দিলা অামারে, ঘোষণা দিবার ভরে, শুনি লোক ভেল আনন্দিতে ॥ ৫৯১ ॥ রাধাভাব অন্তরে, রাধাবর্ণ বাহিরে, অন্তৰ্ব্বাহ রাধাময় হঞা । সঙ্গে সখা-সর্থীবৃন্দ, আণর ভক্ত অনন্ত, ব্রজ ভাবে অখিল মাতাঞl ॥ ৫৯২ ॥ সাঙ্গে পাঙ্গে পারিষদে, জনমহ পুথিবীতে, স্বনাম ধরহ ‘লিভ্যানন্দ’ । তোর অগোচর নহে, তার মৰ্ম্ম কৰ্ম্মদেহে, কহিল যে অজ্ঞ। গৌরচন্দ্র ॥ ৫৯৩ ॥ শুনি বলরাম-রায়, আনন্দে চৌদিকে চায়, অট্ট-অট্র হাসে উচ্চনাদে । ঘন ঘন তুহুঙ্কার, প্রকাশয়ে চমৎকার, আপন পাশরে প্রেমানন্দে ॥ ৫৯৪ ॥ আজ্ঞা দিল নিজ জনে, পৃথিবী কর গমনে, প্রভু আজ্ঞা পালিবার তরে। চলহ নারদ তুমি, জনম লভিব ভূমি, অগোচর করিব গোচরে ॥ ৫৯৫ ॥ ঐছন অমৃত-কথা শুন গেীর গুণ-গাথা, সবজন কর অবধানে । সব-অবতার-সার, কলি-গোরা-অবতার, বিচার করহ সভে মনে ॥ ৫৯৬ ॥ তৃণ ধরি দশনে, বলে’, মো কাতরমনে গোরা-গুণে না করিহ হেলা । সংসারে লা দিয়া মতি, কর কৃষ্ণে পীরিতি, সংসার তরিতে এই ভেলা ॥ ৫৯৭ ॥ কন্তু নাহি হয় যেই, গোরা-অবতার সেই, হইব পরম-পরকাশ। নিজীবে জীবন পাবে, অন্ধে পথ বিচারিবে, গুণ গায় এ লোচনদাস ॥ ৫৯৮ ॥ V ভাটীয়ারী—রাগ । ভাই রে গাও গণও নিভাই-চৈতন্য-গুণ-গাথা ॥ হেনরূপে মহাপ্রভু আজ্ঞা যবে কৈলা। নিজ-নিজ অংশে সবে জনম লভিলা ॥ ৫৯৯ ॥ মহেশঠাকুর সর্ব-আগে আগুয়ান। ত্ৰাহ্মণের কুলে জন্ম-কমলাক্ষ-নাম ॥ ৬০০ ॥ পঢ়িয়া শুনিঞা গুণে পরবীণ হৈল। “অদ্বৈত-আচাৰ্য্য’ বলি’ পদবী লভিল ॥৬০১ ॥ সেই মহামহেশ্বর সত্ত্বগুণ ধরে । তমোগুণ বলি যারে ঘোষয়ে সংসারে ॥৬০২৷৷ অন্তৰ্ব্বাহে বিচার না করে কেহো পুনঃ । বাহ-আচরণ দেপি লোলে তমোগুণ ॥৬০৩। কৃষ্ণের কেবল আত্মা নামে হরিহর । পরীকৃত তমোগুণ –গুণের ভিতর ॥ ৬০৪ ॥ পরাকৃত ভকত বলি ঘেই তমোগুণী ॥ অধম ললিয়ে--অল্প জনে যলে জানি ॥ ৬০৫ ॥ এ কেমনে হরিহর বোল তমোগুণ । , অবজ্ঞা না কর যলে মোর বোল শুন ॥ ৬০৬ ॥ মনে অনুমান করি করহ লিচণর । এতেকে বলিয়ে—গোরা জাবতার-সার ॥৬০৭ ॥ সব অবতারে তার খেলার সংহতি । বলরাম জনম লভিলা এই ক্ষিতি ॥ ৬০৮ ॥ ব্রাহ্মণের কুলে যুগপৰ্ম্ম অনুরূপ। নিত্য আনন্দকন্দ্র সহজ স্বরূপ ॥ ৬০৯ ॥ এক অংশে র্যাহার সহস্ৰ ফণা ধরে । এক ফণে মহী ধরে সৃষ্টি রাখিবারে ॥ ৬১০৷৷ পদ্মাবতী-উদরে জনম বলরাম । পিত হাড়ো ওঝা সে—পরমানন্দ নাম ॥৬১১ পিতা মাতা নাম খুইল—কুবের পণ্ডিত। সন্ন্যাস-আগ্রমে—নিত্যানন্দ-স্বচরিত ॥৬১২৷৷ শুক্ল ত্রয়োদশী শুভযোগ মাঘমাসে । পৃথিবী-জনম লৈলা পরম-হরিষে ॥৬১৩৷