পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/১১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সূত্রখণ্ড শ্ৰীমূৰ্ত্তিকে লাড়ু খাওয়াইল যেই জন । ভারে অল্পবুদ্ধি করে কোন মূঢ় জন ॥৬৪৮ । সহজে বৈষ্ণব নহে বর্ণের ভিতর। কৃষ্ণসঙ্গে যার কথা--সে কষ্ণ কেবল ॥৬৫৯ ৷ শ্ৰীমূৰ্ত্তির সনে কথা যার অনুত্রত। তাহারে কেমন জান কেমন भङ्क् ॥ ७१० ।। যাহার চৈতন্য বৈল—মোর প্রাণ তুমি। প্রকাশ করিল যারে অভিরাম গোস্বামী ॥৬৫১৷৷ মদন বলিয়া অবতার জানাইল । চৈতন্তের কোলে সবে তেমনি দেখিল ॥৬৫২৷৷ কষ্ণের অবেশে লুভ্য জগ-মনঃ মোহে। নাহি ভিন্নাভিন্ন—সল সমান-সিনেহে ॥ ৬৫৩ ॥ সৰ্ব্বদা মধুরবাণী বোলয়ে বদনে । সৰ্ব্বকাল না শুনিল উৎকট-কথনে ॥ ৬৫৪ ৷ চাতুরী, মাধুরী লীলা বিলাস লাবণ্য। রসময় দেহ তার এ সংসারে ধষ্ঠ ॥ ৬৫৫ ৷৷ পিতা যার মহামতি শ্ৰীমুকুন্দদাস । চৈতন্ত্য-সম্মত-পথে নিৰ্ম্মল বিশ্বাস ॥ ৬৫৬ ॥ ময়ূরের পাখা দেখি রাজ সন্নিধানে । পড়িলেন কৃষ্ণ রূপ আকৰ্ষিয় মনে ॥ ৬৫৭ ॥ কে জানে কেমন রস চৈতন্ত্যের সঙ্গী। জানয়ে অনন্ত-অাদি—-যার অঙ্গসঙ্গী ॥৬৫৮ জীবে কি দেখিতে পায় কৃষ্ণের বৈভব। সেই জন দেখে যাতে কৃষ্ণ অনুভব ॥ ৬৫৯ ॥ কি কহিব আর অস্ত্র-পারিষদ যত । পৃথিবী আইলা সম্ভে--নাম নিব কত ॥৬৬০ ॥ সমুদ্রের জল যবে কলসে পরিমাণি । ’ পৃথিবীর রেণু যবে একে একে গণি ॥ ৬৬১ ॥ আকাশের তারা যবে গণিবারে পারি। তভু গোরা-অবতার লেখিবারে নারি ॥৬৬২৷ মুঞি অতি অল্পবুদ্ধি- কি কহিব তার। মুরুখ হইয়া করে বেদের বিচার ॥ ৬৬৩ ॥ ❖ ፩ অন্ধ যেন দৃষ্টিহীন দিব্য রত্ন চাহে। খৰ্ব্ব যেন চাদ পরিবারে মেলে বহে ॥ ৬৬৪ । পঙ্গু মহী লঙ্ঘিবারে করে অহঙ্কার। ক্ষুদ্র পিপীলিকা গিরি ৮ণহে বহিবার ॥ ৬৬৫ ॥ ঐছন হৃদয়ে আশ বিলাস আমার । গোর-অলতার-কথা করিতে প্রচার ॥ ৬৬৬ { করজোন্তু করি পেলে"-শুন সৰ্ব্বজন । বাঢ়াল করয়ে গোরাগু,ণ মূকজন ॥ ৬৬৭ ৷ নির্জিহেৰ কহয়ে সে প্রকট পটু বাণী । ন। পঢ়ি মূরুখ কহে ত্রদের কাহিনী ॥ ৬৬৮ ৷৷ পৃথিবী জনমি মহা মহা ভাগবত । কৃষ্ণের গোপত কথা করয়ে বেকত ॥ ৬৬৯ ॥ অকারণে করুণা করয়ে সৰ্ব্বজীবে । মাভ ম্বেন ফুরন্ত তনয় পরিষেবে ॥ ৬৭০ ৷ ঐছন প্রভুর দয়া দেখিয়া অগাধ । অধম হইয় অমৃতের করে। সাধ ॥ ৬৭১ ৷ ঐনরহরিদাসের দয়াময় দেহে । পাতকী দেখিয়া দয়া—অবাধ সিলেহে ॥৬৭২৷৷ তুরন্ত পাতকী অন্ধ অতি কুরাচারে। অনাথ দেখিয়! দয়া করিল আমারে । ৬৭৩ ৷ ভার দয়াবলে আর বৈষ্ণন-প্রসাদে । এই ভরসায় পুথি হইবে অবাধে ॥৬৭৪ ॥ করজোড় করি বোলে কাতর-বয়ানে। আত্ম নিবেদি এ মুঞি বৈষ্ণবচরণে ॥৬৭৫ ৷ মোর অধিক অপম নাহিক মহী-মাঝে । বৈষ্ণবের কৃপাবলে সিদ্ধি হউক কাজে ॥৬৭৬৷৷ দশনে ধরিয়া তৃণ এ লোঢ়নদাস । শ্ৰেণতি বিনতি করে –পূর’ মোর আশ ॥৬৭৭৷৷ সূত্রখণ্ড সায় পুথি-শুন সৰ্ব্বজন। অবতার আদিখণ্ডে কহিব এখন ॥ ৬৭৮ ॥ সূত্রকথা সায় এবে প্রেমের বিলাস। অলিল হৃদয়ে কহে এ লোচনদাস ॥ ৬৭৯ ৷৷ ইতি শ্ৰীলোচনদাস ঠাকুর বিরচিত শ্রীচৈতন্যমঙ্গলে স্যরখ গু সমাপ্ত ।