পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/১১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীশ্ৰীকৃষ্ণচৈতন্যচন্দ্রে জয়তি শ্রীচৈতন্যমঙ্গল আদিখণ্ড জন্মলীল কথাসনগর । অ,দি পণ্ডে প্রথমে সপার্ষদ গ্ৰীগৌরহনির পূপিণীতে লাবির্ভর বর্ণিত হইয়াছে । যিনি স্কুল ( কৰ্ম ) স্থা ( কারণ ) পরব্রহ্ম নারায়ণ তিনি শটগর্ভে অবিভূত হইলেন। এদিকে শচীর গর্ভ যেমন দিন দিন বৃদ্ধি পাইতে মাগিম, তাহার অঙ্গ কাস্তি ও সেইরূপ দিন দিন পরিবর্ধিত হইতে লাগিল। তাহার ঐ) অঙ্গের অপূৰ্ব্ব কাস্তি দেখিয়া সকলেই অশান্বিত হইয়া ‘শচীর গর্ভে নিশ্চয়ই কোন মহাপুরুমের আবির্ভাব হইয়াছে”—এইরূপ অনুমান করিলেন। গর্ভকাল ছয় মাস পূর্ণ তইলে একদিন অদ্বৈত-আচাৰ্য্য প্রত্ব শট জগন্নাথগৃহে প্রগমনপূৰ্ব্বক শর্টীর গর্ভবনানা ও প্রদক্ষিণ করিলেন। ইহ র কারণ তৎকালে শচী জগন্নাথ ও জানিতে পারিলেন না । শচীদেবী কেন কোন দিন রহ্মা, শিব প্রভূতি দেবতাগণকে তাহার উদরসমুখে আসিয়া বিষ্ণুপ বন্দনা এবং আচণ্ডালে প্রেমদাত ভগবানের নিকট অনপিতচর ধানশী রাগ-– দিশা । জয় নরহরি গদাধর প্রাণনাথ । জীব প্রতি কর প্রভু শুভ দৃষ্টিপাত ॥ প্ৰভু গোরাচান্দ নারে জয় জয় ॥ ( গোরাচান্দ ) জয় জয় গদাধর শ্ৰীগৌরাঙ্গ নরহরি। জয় জয় নিত্যানন্দ সৰ্ব্বশক্তিধারী ॥ ১ ॥ রাধাকৃষ্ণপ্রেম প্রার্থনা করিতে দেখিতে পাইয়া আনন্দে তাসুঙ্গরা তই তেন । শচীর হৃদয় সৰ্ব্বভূতদয়ায় পরিপূর্ণ হইল, ক্রমে ক্রমে দশ মাস পূর্ণ হইল। পরে ফাগুণীপূর্ণিমার গ্রহ পেব ছলে হরিসংকীৰ্ত্তনের সন্ধি ত ভগবান গৌরচন্দ্র শটগর্ভ সিন্ধু হঠতে পৃথিবীতে অবর্তীণ হইলে দশ দিক আনন্দে পরিপূর্ণ হইল । দেবদেবী, নরনারী সকলেই শচীনদেনের মুখচন্দ্র দশনে উদ্‌গ্ৰীব হইয়া শচীগৃহে উপস্থিত হইলেন । তৎকালে তাঙ্কার গৃহ বৈকুণ্ঠ হইল । জগন্নাথ মিশ্র ও নদীয়াবাসী-নরনারী ( যাহারা দর্শন করিতে আসিয়াছিলেন ) সকলেই সিংহগ্ৰীব গজস্কন্ধ বিশাল হৃদয় শিশুর পাদপদ্মে ধ্বজ, বজ্ৰ অঙ্কুশ এবং বিভিন্ন অঙ্গে বিবিধ অমানুনিক চিহ্ন দেখিয়া বিস্ময়াবিষ্ট হইলেন । সকলেই অম্বুমান করিলেন, এ শিশু পিশ্চয়ই মনুষ্য নহে। পরে অষ্টম দিবসে আটব লই বিতরণ, নবম দিবসে মহোৎসব, পুত্রের প্রতি প্রতিবেশ নরনারীর ঐকান্তিকী রতি বর্ণন করিলেন। জয় জয় অদ্বৈত-আচাৰ্য্য মহেশ্বর ; জয় জয় গে।iat.ৈঙ্গর ভক্ত মহাবর ॥ ২ ॥ সবার চরণ খুলি মস্তকে ধরিয়া। আদিখণ্ড-কথা কহি-- শুন মন দিয়া ॥৩ সৰ্ব্বনিজ জন যবে জনম লভিল । সাজ সাজ বলি শব্দ ঘোষণা পড়িল ॥৪ ॥