পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/১২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আদিখণ্ড এক, দুই, তিন, চরি, পাচ, ছয় মাসে, নামকরণ হইল অন্নপ্রাশল-দিবসে ॥১০৩। পুত্ৰ-মহোৎসব করে মিশ্র পুরন্দর। অলঙ্কারে ভূষিত সোণার কলেবর ॥ ১০৪ ॥ অঙ্গদ-কঙ্কণ করে—গলে মতিহার। কটি স্বর্ণ-শিকলি —মগরী পায়ে তুণর ॥ ১০৫ ৷ মাড়িল-হিঙ্গুল যেন কর-পদতলে । অপর বান্ধুলী—আঁখি রাতা-উভপলে ॥ ১০৬ ৷ বিজুলী মাজিল গোর। অঙ্গ ঠাঞি ঠ।ঞি । ঝলমল অঙ্গতেজঃ –চাহিতে ন পাই ॥ ১০৭ ৷ বিশ্ব পালনে খুইল বিশ্বম্ভর’ নাম । সরস্বতী-সংবাদ—এ পুরুষপ্রধান ॥ ১০৮ ৷৷ ক্ষণে পিতা-মাতা-কর-অঙ্গুলি পরিয়া। অথির শরীর পড়ে পদ দুই যাঞ ॥ ১০৯ ৷ আলেকভ তাধি অ iধ লহু লহু লোলে । চাদের সায়রে যেন অমিয়। উথলে ॥ ১১০ ॥ এইমতে দিলে দিনে আঙ্গিলা লেড়ায় । ঘুচিল বিবিধ তাপ—জগত জুড়ায় ॥ ১১১ ৷ লখিমী-ললিত-পদ ধরণীর কোলে । প্রেমায় পৃথিবী দেবী আপন পশিরে ॥১১২ গগনে একলা চাদ-ভূমে দশ ট।ঙ্গ । কিরণের তেজে সে যে আঁখি পাইল ভান্ধ ৷ তার দশ চাদ কর আঙ্গুলির অাগে । পাতকী দেখিয়া হিয়। অন্ধিয়ার ভাগে ॥১১৪৷৷ শ্ৰীমুখ-চাদ কত কোটি চাদের রাজ । ভুরু কামসমু দিয়া কাম কৈল পূজা ॥১১৫ । কি কহিল আর তার করুণ-চত্ৰিমা । অন্তরে ভিমির কাটে-নাহি করে ক্ষমা ॥১১৬৷৷ কে কহিতে পারে ভার বালক-চরিত্র । লৌকিক আচারে কৈল পৃথিবী পবিত্র ॥১১৭ অগ্রজ তাহার বিশ্ব রূপ মহাশয় । অল্পকালে সৰ্ব্বশাস্ত্র জানে গুণময় ॥ ১১৮ ॥ তাহার মহিমা-তত্ত্ব কে কহিতে পারে । যাহার অনুজ মহাপ্রভু বিশ্বস্তুরে ॥১১৯ ৷ ‘ 83 দিনে দিনে করে প্রভু করুণ। প্রকাশ । শুনি আনন্দিত হিয়া এ লেiচনদাস ॥ ১২০ ॥ বরাড়ি—রাগ । চান্দী চণন্দ চান্দা, থগল-উপরে কে পাড়িয়া অলি’ দিল । কলঙ্ক যুছিয়া, ভন মিশর গোরার, কপালে চিত্র লিখিব ॥ আয় আয় অtয় অামার, সে।ণার স্ব ত নিমাই, নিন্দের লাগিয়া কন্দে । আথটি করিভে, একটি বোল যেন, অমিয়। অধিক লাগে ॥ ধ্রু ॥ এখলি আসিবে, নিমাইর বাপ, ক্ষীর-কদলক লঞ । হের আসিছে বাপু, হু উ তুরন্ত রে, নিন্দ বাহ সখি মুদিয় ॥ ১২১ ৷ সোণার পদ্ম মুখ, রাত-পদ্ম আঁখি, মুদিভ অtধটি তারা । হেন বুঝি পারা, মধুর পাথরে, ডুবিল আধ ভ্রমর। ॥ ১২২ ৷৷ পাটের গিলাপ, তাখে নেতের তুলি, রচিয় শয্যা খানি । কোলে করি পুত্র, পাথালি হইয়া, শুতিলা শচী ঠাকুরাণী ॥ ১২৩ ৷ এক স্তন মুখে, রহি রহি ঢাখে, অঙ্ক লি নাড়য়ে আর । লে চিন বোলে সব, দেব-শিরোমণি, বালক-রূপ-ব্যবহার ॥ ১২৪ ৷৷ ধ,মাশা বাগ – দিশ । আমীরে অারে হয় । হেন অদভুত কথা, শ্রবণমঙ্গল নাম, শুন গেণরা-গুণ গাথা ॥ অকি আরে তাকি তারে হয় ॥ ধ্রু ॥