পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/১৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আদিখণ্ড હેન્ડ অরুণ-লরণ আঁখি, ঐ সে প্রেমার সাক্ষী, গদগদ আপ-অtধ বোলে ॥ ৩৯৩ ॥ থির দাড়াইতে নারে, পড়িয়া চরণতলে, পুনঃ পুনঃ করে পরণাম । দেখিয়া সে বিশ্বস্তুর, মায়ের কোল-ভিতর, প্রবেশিল যেনক আজান ॥ ৩৯৪ ॥ শচী-জগন্নাথ বোলে, অহহু ! কি কৈলে কৈলে, তোরে দেখি দেবতাসমান আশীৰ্ব্বাদ যোগ্য তোরি, এ অতি বালক মোরি, কি করিলে বড় অবিধান ॥ ৩৯৫ ৷ তোরে বলি শূদ্ৰযুনি, সৰ্ব্বলোকে নাপানি, মোর বালকে কি কৈলে অপরাপ । মো দিয়া যে হয় হউ, বাঢ়, শিশু-পরমাউ, চিরাউ বলি’ দেহ তাtশীৰ্ব্বাদ ॥ ৩৯৬ ॥ ইহ। ললি হাতে ধরি, প্ৰণতি লিনতি করি, শচী তার মিশ্র পুরন্দর। হাসি’ পৈল মুরারি, এন পুত্র তোহারি, দেব-দেব-দেব বিশ্বম্ভর ॥ ৩৯৭ ॥ বালক লালিছ কাছে, ইহা ত জানিলে পাছে, তোর সম নাহি ভাগ্যবান। সম্বরি রাখিহ মনে, এই মোর বচনে, বিশ্বম্ভর সেই ভগবান ॥ ৩৯৮ ॥ ইহ৷ বলি গুপ্তবেলা, না করিল আন-চর্চা, চলি গেল। হৃদ সত্বর । আনন্দে ভরল হিয়া, গোর (পদ দেখিয়া, গেল। যথ। অচির্য্যের ঘর ॥ ৩৯৯ ॥ অদ্বৈত-আচাৰ্য্য নাম, সেই সৰ্ব্বগুণগাম, - সেই সৰ্ব্বজন শিক্ষণগুরু। পড়িয়া চরণতলে, মুরারি বিনতি করে, তুমি সৰ্ব্বভক্ত কল্পতরু ॥৪০০। দেখিলাঙ ভদভুত, মিশ্র-পুরন্দর-সুত, নিমাই পণ্ডিভ বিশ্বম্ভর । বাল্যক্রীড়া করে রঙ্গে, সকল শিশুর সঙ্গে, চরিত্র দেখিলু লোকোত্তর ॥ ৪০১ ॥ 送) ইহা শুনি দ্বিজমণি, হুহুঙ্কার করে ধবনি, পুলকে-ভরল সব অঙ্গ। " রহস্য-রহস্য এই, তোমারে নিন্তুতে কই, সেই ব্রহ্ম রসিক শ্ৰীঅঙ্গ ॥ ৪০২ ॥ ইহা বলি কোলাকুলি, দুজনে আনন্দে তুলি, বেকত না করে বিশোয়াস । অখিল-ভূবনপতি, কুপায়ে আইলা ক্ষিতি, গুণগায় এ লোচনদাস ॥ ৪০ ? ॥ ভাটির লি রাগ-- দুশ ৷ হরি হরি বোল চারিদিগ্‌ ভরি শুনি। হাতে তালি জয় জয় নাচে দ্বিজমণি ॥ ৪০৪ ॥ বয়স্য বালক সাল করি একমেলা । হরিগুণ-কীৰ্ত্তন ভাল পাতিয়াছে খেল। ॥৪০৫৷৷ চৌদিকে বালক বেঢ়ি হরিহরি বোলে । আনন্দে বিভোর প্রভু ভূমে গড়ি বুলে ॥৪০৬ ॥ বোল লোল বলি ডাকে মেঘগ উীর-স্বরে। আইস আইস বলিয়া বালক কোলে করে। শ্ৰীতাঙ্গ পরশে বালক পাশরে আiপনা। ফণফরে পড়িয়া দেখি বালকের কাদনা ॥৪০৮৷৷ আপাদমস্তকে পুলক অশ্রদ্ধার। গলে। করতালি দিয়া বালক হরিহরি বলে ॥ ৪০৯ ॥ চৌদিকে বালক বেঢ়ি মাঝে গোর সিংহ। মধুময়-কমলে যেন বেছিল মত্ত ভূঙ্গ ॥ ৪১০ ॥ হেনকালে সেইপথে দুই চারি পণ্ডিত । বিশ্বম্ভর খেলেন দেখিল আচম্বিত ॥ ৪১১ ॥ অপরূপ দেখি ক্ষেণের বালকের খেলা । বনফুল গাথিয়া সভার গলে মালা ॥ ৪১২ ॥ হরিহরি বলে মুখে—করে করতালি। অনিমো নাচিয়া বুলে মাঝে গোরাহfর ॥৪১৩৷৷ আপন পাশরি পণ্ডিত সল পাইল মেলে। করতালি দিয়া তার হরিহরি বলে ॥ ৪১৪ ॥ যে যায় যায় পথে—দেখি হয় ভোলা । কাখেতে কলসী করি চাহে নারীগুলা ॥ ৪১৫ ॥