পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/১৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভাfদখণ্ড বিশ্বরূপ বলি ডাকে, আইস পুত্ৰ দেখি ভোকে, কি লাগিয়া হইল। বিরক্ত ॥ ৪৪৪ ॥ সে হেল সুন্দর গণ, সে হেন সুন্দর পা, কেমনে হুঁটিয়া যাবে পথে। প্রহরেক ভোগ তুমি, তিলেক সহিতে লার অtখটি করিবে আর কাখে ॥৪৭৫ ॥ পড়িবারে যাও পুতে, সোয়াস্থ না পাঙ চিত্তে, বেলি চাহো তখনে তখন। স্নান করিবারে যাও, ভথা স্থির নাহি পাঙ. বিশ্বরূপ আসিবে এখন ॥ ৪৪৬ ॥ তুমি মা বলিয়া ডাক, সেই ধন লাখোলাখ, মুখ চাঞ। পাশরে। আপনা। না জালি কি দুঃখ পাঞ, মোর মুখে আগি দিয়া, সন্ন্যাস করিলি দীনপন ॥ ৪৪৭ ॥ কতি গেল। তার পিতা, যাউ বিশ্বরূপ যথা, ধরিয়৷ আনহ পুত্র ঘরে। যে বলুক সে বলুক লোকে, পুত্ৰ আনি দেহ মোকে, পুনঃ উপনীত দিমু তারে ॥ ৪৪৮ ॥ 'জগন্নাথ বোলে বাণী, শুন দেবি শচীরাণী, স্থির কর অণপল অন্তর। শোক না করিহ আর, মিথ্যা সব সংসার, - লিশ্বরূপ স্থপুরুষবর ॥ ৪৪৯৷৷ আমার বংশের ভাগ্য, বিশ্বরূপ পুত্র যোগ্য, আকুমার করিল সন্ন্যাস। এই আশীৰ্ব্বাদ কর, সেই পথে হউক স্থির, সন্ন্যাস করুক অনায়াস ॥ ৪৫০ ॥ সম্পদে বিপদ যেন, না মানিহ ইহা শুন, শোক না করিহ অকণরণ । একটি সন্ন্যাস করে, কোটি কুল নিস্তারে, বিশ্বরূপ পুরুষরতন ॥ ৪৫১ ॥ শুনি জগন্নাথবাণী, পুনঃ কহে শচীরাণী, কি কহিলে কহ মহাশয়। একটি সঙ্গ্যাস করে, কোটি কুল নিস্তারে, ভাল কৈল আমার ভনয় ॥ ৪৫২ ॥ ፅፃ শুনিঞা শচীর বাণী মিশ্রপুরমার । -fহতে লাগিল কিছু সক্রোধ উত্তর ॥৪৯৫ ॥ কি কহি লইলে পুত্ৰ জীবেক কেমনে। বিশ্বস্তরখ ইহায় কল্প দিলে দলে ॥৯১ কহিল মুরারিগুপ্ত, পুত্রের বয়ান। শুন বিশ্বরূপের সমস+স-নয়ন ॥৪৯৭ ॥ পুনরপি পুছে কথা, বি কঠিন। কহে এই এ লোচনদাস ॥৪৫৪ ॥ ২৮ বিশ্বম্ভর হেনকালে, বসিয়া মায়ের কে। নেহারয়ে বাপের বয়াল । কভি গেল। মোর ভ্রাতা, শুন শুন পিতা মাভা, আমি ভোর করিব পালন ॥ ৪৫৫ ॥ এহেন শুনিএঃ বাণী, জগন্নাথ শচীরাণী, দোহে মেলি পুত্র কৈল কোলে। দেখি বিশ্বস্তরমুখ, পাশরিল যত্ত দুঃখ, এ কথা লোচনদাস বোলে ॥ ৪৫৬ ॥ বালালীলা সমাপ্ত পৌগগুলীলা কথাসনার মুরারির যোগশাস্ত্রব্যাখ্যা শ্রবণপূৰ্ব্বক গৌরমুনার তাহাকে মুরারিকে ) অনুকরণ দ্বারা হাব ভাব প্রকাশ করিয়া উপহাস করিতে আরস্থ কবিলে তিনি ক্রোধে তাহার প্রতি কুবাক্য প্রযোগ করেন । তাহার বিনিময়ে শ্ৰীমন্মহাপ্রভু যোগের হেয়ত্ব ও যোগীর পরিণাম জ্ঞাপন করিবার উদ্দেশে মুরারির মধ্যাঙ্গভোজনকালে তাহার ভোজনপাত্রে মুত্র ত্যাগ করেন এবং কৃষ্ণভক্তির শ্রেষ্ঠত্ব উপদেশ করেন, অনস্তুর গ্রন্থকার শ্ৰীমন্মহাপ্রভুর বয়স্ত বালকদিগের সহিত সঙ্কীৰ্ত্তনলীলার অভিনয়, মুরারি দামোদরের কথাপ্রসঙ্গে বিশ্বরূপের সন্ন্যাস, শচী জগন্নাথের শোক প্রভৃতি বর্ণনা করিয়া গৌরসুন্দরের পৌগণ্ডলীলা বর্ণনা করিতেছেন। যথাসময়ে গৌরহরির চূড়াকরণাদি সংস্কার স্বসম্পন্ন হইল । হাতে খড়ি,ও গুস্তলগ্নে যথারীতি দেওয়া হইল, তিনি