পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/১৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মধ্যখণ্ড সকল পূর্ণিমার চান্দে, বিকল হইয়। কন্দে, কর-পদ-পদুমের গন্ধে। কুড়িটা নখের ছটা, জগৎ অtলা কৈল গো, আঁখি পাইল জনমের আন্ধে ॥১২ ॥ এমন বিনোদিয়া গোরা, কোথাও দেখিয়ে নাই, অপরূপ প্রেমার বিনোদে । পুরুষ প্রকৃতি-ভাবে, কান্দিয়া লিকল গো, নারী.কেমনে প্রাণ বন্ধে ॥১৩ ॥ সকল রসের রসে, বিলাস হৃদয়খানি, কে না গঢ়াইল রঙ্গ দিয়া। মদন বাটিয়া কে ল। বদন গড়িল গো, বিনি-ভাবে মে মলু কান্দিয় ॥ ১৪ ॥ ইন্দ্রের ধনুক আনি, গেরার কপালে গো, কে না দিল চন্দনের রেখ । ওরূপ স্বরূপে যত, কুলের কামিনী গো, দুইহাথ করিতে চাহে পাখী ॥ ১৫ ॥ রঙ্গের মন্দিরখানি, নানার ত্ব দিয়া গো, গঢ়াইল বড় অনুপন্ধে। লীলাবিনোদ কলা, ভাবের বিলাস গো, মদন-লেদল ভালি’ কান্দে ॥ ১৬ ॥ ন চাহে আঁখির কোণে, সদাই সভার মনে, দেখিবরে আঁখি-পাখী ধায়। আঁখির পিয়াস দেখি’, মুখে লালস গো, অtলসল জরজর গায় ॥ ১৭ ॥ কুলবর্তী কুল ছাড়ে, পঙ্গু ধায় উভ-রড়ে, গুণ গায় অসুর-পাষণ্ড । ধূলায়ে লোটাঞকান্দে,কেহো স্থির নাহি বান্ধে, গোরণগুণ অমিয়া অখণ্ড ॥ ১৮ ধাওরে ধাওরে বলি, প্রেমানন্দে কোলাকুলি, কেহো নাচে তাষ্ট্র অষ্ট্র হাসে । সুশীলা কুলের বহু, সে বোলে সকল যাউ, গোর-গুণ-রূপের লাতাসে ॥ ১৯ ॥ নদিয়ানগর-বন্ধু, হেরি গোরা-যুখলিধু, ঝরঝর নয়নে সদাই। ( ) অমুরাগে বুক ভরে, পুলকিত কলেবরে, মনমাঝে সদাই জাগাই ॥ ২০ ॥ যোগীন্দ্র, মুনীন্দ্র কিবা, মনে গণে রাত্রিদিবা, গোরণগুণে লাগি? গেল ধান্ধ । অখিল-ভূবনপতি, ধুলায় লোটাঞা কানো, সদাই সোঙরে রাধা-রাধা ॥২১ ॥ লখিমী-বিলাস ছাড়ি’, প্রেম-অভিলাষী গো, অনুরাগে রাঙ্গ দুটি আঁখি । রাধণর ধ্যেয়ণনে হিয়া, বেকত না হয় গেী, ওই গোরা ভনু তার সাখী ॥ ২২ ॥ দেখরে দেখরে লোক, হেন প্রেম অপরূপ, ত্ৰিজগদ নাথ-নাথ হঞ । অকিঞ্চনজন-সঙ্গে, কি জানি কি ধন মাঙ্গে, কিবা সুখে বুলয়ে নাচিয় ॥ ২৩ t জয় রে জয় রে জয়, হেন প্রেমরসালয়, ভাঙ্গি’ বিলাইল গোরারায়। নিজীবে জীবন পাইল, পঙ্গু গিরি ডিঙ্গাইল, আনন্দে লোচনদণসে গায়। ২৪ ॥ বরাড়ি রাগ—দিশ - হরি রাম নারায়ণ শচীর দুলাল গোর ॥ ধ্রু॥ আর-দিনে আর কথা শুন অদভুত। নিতুই নূতন প্রকাশয়ে শচীস্থত ॥ ২৫ ৷ আতি অপরূপ কথা—লোকে অবিদিত। অধমজনের মনে না হয় প্রতীত ॥ ২৬ ॥ কেবল নিগূঢ় প্রকাশয়ে ঠাকুরাল। নিজজনে কহে— দেখ মিছ৷ এ সংসার ॥ ১৭ ॥ ইহ বলি অান-পরসঙ্গে কহে আন। পাশরিল সবলোক লয় হরিনাম ॥ ২৮ ॥ নিজ-নাম-সঙ্কীৰ্ত্তনে মগভল অন্তর। ভূমিতে লুটাঞা কন্দে–প্রেম পরবল ॥২৯ আচম্বিতে উঠি কহে দিয়া করতালি। নিজজনে প্রকাশয়ে নিজ-ঠাকুরালি ॥ ৩০ ॥