পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/১৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> obー সপ্তদ্বীপ। মহীমাঝে, তাহে নবদ্বীপ সাজে, তাহে নব-প্রেমার প্রকাশ । তাহে লব গৌরহরি, হরি-গুণকীৰ্ত্তন করি, আনন্দিত এ ভুমি-আকাশ ॥ ১১৩ ৷ সিংহের শাবক যেন, গম্ভীর গর্জল ঘন, হুঙ্কার-হিল্লোল প্রেম-সিন্ধু । হরিহরি-লোল লোলে, জগত পড়িল ভোলে, দু-কুল খাইল কুলবধু ॥ ১১৪ ৷৷ অঙ্গের ছটায় যেন, দিনকর দীপ হেল, তাহে লীলা লেশের লিলাস । কোটি কুসুমপক্ষু, জিনিএঃ বিনোদ তনু, তাকে কর প্রেমার প্রকাশ ॥ ১১৫ ॥ লাখলtখ পূর্ণিমার চান্দে, জিলিঞা বদন-ছালে, তাহে চারু চন্দন-চন্দ্রিমা । নয়ান-অপ3ল চলে, নালার অমিয়া ঝরে, জনম-মূগধে পায় প্রেমণ ॥ ১১৬ ৷ মাতিল-কুঞ্জর গতি, ভালে গরগর অতি, ক্ষণে সেই চমকিয় চায় । কামিনীমোহন বেশ, হেরিয়া ভুলিল দেশ , মদন বেদল হেরি পায় ॥১১৭৷৷ কি দিব উপমা ভার, করুণাবিগ্রহ-সগর হেন রূপে মোর গোরারায় । প্রেমায় নদীয়া-লোকে, নাহি নিশিদিশি তাকে, আনন্দে লোচনদাসে গায় ॥ ১১৮ ৷৷ নিতানন্দ মিলন । কথাসার । একদিন শ্ৰীমন্মহা প্রভু শ্ৰীবাস পণ্ডিতকে তাহার নামের অর্থ জিজ্ঞাসা করিয়া নিজেই ‘ভক্তির আবাস—শ্ৰীবাস”— এইরূপ অর্থ প্রকাশ করিলেন। পরে প্রভুর আদেশে মুরারি রঘুবীরাষ্টক’ পাঠ করিলে খ্ৰীমন্মহাপ্রভু তাহার কপালে ‘রামদাস’ নাম লিখিয়! তাতার অভীষ্ট রামরূপ প্রদর্শন কবিলেন। শ্ৰীমন্মহাপ্রভু শ্রীরাম পণ্ডিতকে তদীয় শ্রীচৈতন্থ মঙ্গল ভ্রাত। পরমভাগবত শ্ৰীবাসের সেবা করিবার জন্ত উপদেশ করিয়া ভক্তবৃন্দকে শ্ৰীমল্লিত্যানন্দ প্রভুর অন্বেষণে প্রেরণ করেন । ঐসন্নিতানন্দপ্রভু নন্দন আচার্য্যের গৃহে অবস্থান কবিতেছেন জানিয়া মহাপ্রভু সপরিকরে তথায় উপস্থিত হইয়া তাতার সঠিত মিলিত হইলেন এবং সৰ্ব্বসমক্ষে নিতানন্দ প্রভুর মহিমা কীৰ্ত্তন করিয়া কৃষ্ণপ্রেমই,াভে উপায় কীৰ্ত্তন করিলেন । শ্রীবাস পণ্ডিতের গৃহে শ্ৰীনন্নিতাগণ প্রভুর ভিক্ষা গ্রহণ ফালে ঐ মন্মহাপ্ৰভু છે, કાcતી શ કુમૂદ મૂદ્ધિ ઝૂઝદિ ૭ (સારૂન્ન મૂહેિ હાનિન করেন । (মোর প্রাণ অারেরে গোরাচাদ অারে হয় ॥ধ্রু॥) তবে নিজঘরে প্রভু বলি দিব্য সনে । চৌদিগে বেঢ়িয়া, তাiছে নিজ ভক্তজনে ॥ ১ ॥ ঐীলাস দেখিয়া প্রভু করিল এ উক্তি-। তোমার নামের তুমি কি জান ব্যুৎপত্তি ॥২৷ ঐভকতির তুমি কেবল আবাস । এতেক বলিয়ে তোর নাম সে ‘শ্ৰীবাসী ॥ ৩ ॥ তবে ত কহিল প্ৰভু দেখি গোপীনাথ— আমার ভকত তুমি বুল মোর সাথ ॥ ৪ ॥ মুরারি দেখিয়া প্ৰভু বোলে পুনৰ্ব্বার। পঢ়হ আlপন শ্লোক শুনিব তোমার ॥ ৫ ॥ এ খোল শুনিঞ। সেই মুরারি চতুর। পঢ়য়ে কবিত্ব নিজ —শুনয়ে ঠাকুর ॥ ৬ ॥ তথাহি (মুবারিগুপ্তরু৩ঐl৮ৈ৩ষ্ঠচরিতে, দ্বিতীয় প্রক্রমে সপ্তমসর্গে— “রাজংকি প্লাট-মণিদীধিতিদীপতাশমুদ্যদ্রবৃহস্পতিকবিপ্রতিমে বহুস্তম্। দ্ধে কুওলেহঙ্করহিতেন্দুসমানবন্ধুং রামং জগত্রয় গুরং সততংভজামি ॥ ৭ ॥ আম্বক্স । রাজৎকিরীট মণিদীধিতিদীপিতাশং (রাজৎ শোভমানং উজ্জ্বলং যং কিরািটং মুকুটং তৎস্থিতঃ মণিঃ তস্ত দীপিতিঃ রশ্মিঃ তয়া দীপিতা উজ্জলীকৃতা আশা যন্ত সঃ তং ) উদ্যদ্ব হস্পতিকবিপ্রতিমে ( উদ্যন্তে ফে) বৃহস্পতি; দেবগুরু; কবি; শুক্রাচার্য্যশ তে প্রতিমা