পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/২২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মধ্যখণ্ড S8S হাপুতির পূত মোর সোণার নিমাই। আমারে ছড়িয়া তুমি যাবে কোনঠাই ॥১৫ বিষ খাএ মরি যাপ ভোর বিদ্যমানে । পরিবর্ধে সর্বসম্পদনা নিত। কুস পেম প্রদান কপিপেন - માનદ્ર નલિદાન । કાનજીન કોલકત્ત મા છttત ટોનિન[ન দর্শন প্রদান কপির শচীমাতার শোক অপনোদন করিলেন । আঙ্গিরী রাগ—দিশ । এই মনে অনুমানে জানাজানি কথা। সন্ন্যাস কপ্লিবে পুত্র শুনে শচীমাভ ৷ ১ ৷ জনক (শ ভাঙ্গিয় পড়ে মওক-উপর । অচেতন হৈল শচী মুর্চিত অন্তর ৷ ২ ৷ উন্মতী পাগী শৰ্চা ড়োয় চৌদিগে । ঘরে দেখে ভারে পূছে সব লবদ্বীপে ॥ ৩ ॥ নিশ্চয় জানিল-–পূত্র করিল সয়্যাস । বিশ্বস্তুরের কাছে গিয়া ছড়িয়ে নিশ্বাস ॥ ৪ ॥ তুমি মাত্র পুত্র মোর দেহে এক আঁখি । তোরে না দেখিলে অন্ধকার ময় দেখি ॥ ৫ ॥ লোকমুখে শুমি পাপু করিবে সন্ন্য{স । মোর যুণ্ডে ভাঙ্গি মেল পড়িল আকাশ ॥ ৬ ॥ এক কিনী অনাথিনী—আর কেছে। নহি । সকল পাগরি এক ভোর মুখ চাহি ॥ ৭ ॥ নয়নের ভর মেীর কুলের প্রদীপ । তোম। পৃ:ত্র ভাগ পর্তী বোলে নবদ্বীপ ॥ ৮ ॥ না ঘুচাহ আরে পুত্র মোর অহঙ্কার । তুমি না থাকিলে লোকে হপ ছারখার ॥৯ ॥ ভাগ্য মানে যেন জন দেখে মোর মুখ । এখন আমারে দেখি হইব বিমুখ ॥ ১০ ॥ তুমি হেন পুত্র মোর এ সংসারে পন্য। ’ ভোম। না দেখিলে মোর সকলি অরণ্য ॥১১ দুখ দিয়া অভাগীরে ছড়ি খাবে তুমি। গঙ্গায় প্রলেশ করি মরি য।ব আমি ॥ ১২ ৷ এহেন কোমল-পায়ে কেমনে হাটিবে। ক্ষুধায় তৃনয় অন্ন কাহারে মাগিলে ॥ ১৩ ॥ মনীর পুতলী তনু-রৌদ্রেতে মিলায়। কেমনে সহিল ইহ। এ দুখিনী ময় ॥ ১৪ ॥ তোমার সন্ন্যাস যেন না শুলিয়ে কাণে ॥১৬ আমারে মারিয়া বাপু যাইলে বিদেশে । তাগুনি জালিয়৷ তাথে করিব প্রবেশে ॥ ১৭ ॥ সৰ্ব্বজীলে দয়া তোর—মোরে অকরুণ । না জানি কি লাগি মোরে বিধাতা দরুণ ॥১৮ রূপে গুপে শীলে পুত্র ত্রি-জগত-পন্য। কামিনী-মোহন বেশ—কেশের লাবণ্য ৷ ১৯ ॥ স্কন্ধ-বিলম্বিত কেশে মালতী বান্ধিয়া । জুড়ায় পরাণ মোর সে নেশ দেখিয়া ॥ ২০ ॥ সরস্য বেষ্টিত তুমি চলি যাহ পথে। দেখিয়া জুড়ায় হিয়া—পূথি বামহাথে ॥২১ ॥ কেমনে ছাড়ির বাপু নিজ সঙ্গিগণ । না করিলে তা-সভা-সহিত সঙ্কীৰ্ত্তন ॥ ২২ ॥ সে-হেন সুন্দর বেশে না লাচিবে আর । যাহা দেখি মোহ পায় সকল সংসার ॥ ২৩ ॥ কেমনে বা জীবে ভোর নিজ-প্রিয়জন । ভারে মারিয়া ভোর সন্ন্যাস-করণ ॥ ২৪ ॥. আগেত মরিব আমি তলে বিষ্ণুপ্রিয়। মরিলে ভকত সল বুক-পিদরিয়া ॥ ২৫ ॥ মুরারি মুকুন্দ দত্ত আর শ্ৰীনিবাস । অদ্বৈত-আচাৰ্য্য-আদি আর হরিদাস ॥ ২৬ ॥ গদাধর নরহরি ত্রীরঘুনন্দন। বাসুদেব ঘোষ লক্ৰেশ্বর শ্রীরাম ॥ ২৭ ॥ মরিব সকল লোক না দেখিয়া তোমা। এ সব দেখিয়া বাপু চিত্তে দেহ ক্ষমা ॥ ২৮ ॥ পিতৃহীন পুত্র ভূমি—দিল দুই বিভা ৷ অপত্য সন্ততি কিছু না দেখিল ইহা ॥২৯ ॥ তরুণ-বয়সে নহে সন্ন্যাসের ধৰ্ম্ম । গৃহস্থ-আশ্রিমে থাকি সাধ সব কৰ্ম্ম ॥৩০ ॥ কাম ক্রোপ লোভ মোহ যৌবনে প্রবল । সন্ন্যাস কেমনে তোর হইবে সফল ॥ ৩১ ॥