পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/২৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>brb" কষ্ণদাস বোলে-গোসাঞি শুনহ লচলে । রাসক্রীড়া কৈল কৃষ্ণ এই বৃন্দাবনে ॥ ২৪৮ ॥ এই কল্প শুরু-মূলে পূরে বংশীনাদ । ষোলক্ৰোশ পথে গোপীর ভেল উনমাদ ॥ বিগত চেতন গোপী কুষ্ণ-আকর্ষণে । উপেখিল কুল-শীল-লাজ-ভয় মানে ॥ ২৫০ ॥ ব্যস্ত-শস্ত্র-তাভরণ হৈল সভাকার। কৃষ্ণগভ-চিত্ত-বৃত্তি মদন-ঝঙ্কণর ॥ ২৫১ ॥ অপ্রাকভ-কামেতে মুগধ ত্রজলাল । কৃষ্ণের নিকটে আসি সভাই মিলিলা ॥২৫১৷৷ এইখানে দেখ লামে এ গোবিন্দরায়। শুনিমাত্র গোরাচান্দ বিভোর হিয়ায় ॥২৫৩৷৷ হইল আবেশ পুনঃ পরবশ অঙ্গ। এ ভুমি-তাকাশ জোড়ে প্রেমের তরঙ্গ ॥২৫৪৷৷ হুহুঙ্কার-নাদে রস-অমিয়া বরষে । পশু পক্ষ-উলমাদ মদল-হরিষে ॥ ২৫৫ ॥ অকলে পুষ্পিভ ভেল সব তরুবর। কোকিল সুস্বর নাদে-মাতিল ভ্রমর ॥ ২৫৬ ॥ বংশী বলি ডাকে প্রভু রাস প্রশংসিয়া। ভলি রে ভালি রে বোলে মুচকি হাসিয়া। কোল গোপী লোলে—তোরা রহ এইখানে । কেহে কথা কহে যেন লিদের স্বপনে ॥২৫৮৷৷ ক্ষণেকে চমকি নিজ অঙ্গ করে কোলে । দ্রবময় ভেল দেহ—সব অঙ্গ ঝরে ॥ ২৫৯ ॥ ক্ষণে বাল্যালেশে নাচে অট্ট-অট্ট হাস। বিহবল চরণে পড়ি’ কান্দে কৃষ্ণদাস ॥ ২৬০ ॥ মোর ভাগ্যে ভিন লোকে নাহি কোন জন । বড় ভাগ্যে পাইলু মুঞি হারাইল-ধন ॥২৬১৷৷ এ বোল বলতে প্রভুর বাহ হৈল যবে । কহ কৃষ্ণদাসে পুছে—কি হৈল তবে ॥ ২৬২ ॥ এইখানে গোপীকে বুঝায় কুলাচার। গোপীর নিগৃঢ় ভক্তি ভাব বুঝিবার ॥ ২৬৩ ॥ কিম্বা অনুরাগ বৃদ্ধি করিবার তরে। রস পরিপাট ভাল বাঢ়ায় অন্তরে ॥ ২৬৪ ॥ শ্ৰীচৈতন্যমঙ্গল সুমধ্য মাগল কেনে রত্রে কুঞ্জমাঝে । ভয় না করিলে এথা আইলে কোন কাজে ॥ পরপতি লালস-পরাণ হেতু ভোরা। পরনারী দরশ-পরশ নাহি মোরা ॥ ২৬৬ ॥ আপনার ঘরে গিয়া পতি-সেব কর । নারী নিজপতি ভজে-এই ধৰ্ম্ম সার ॥ ২৬৭ ॥ কিবা রুগ্ন কিল। বুদ্ধ দরিদ্র কুরূপ। নিজপত্তি-সেবা পরধৰ্ম্মের স্বরূপ ॥ ২৬৮ ॥ চল চল নিজগুহে চল ব্রজলাল । সতী নাহি করে নিজধৰ্ম্মে অপহেলা ॥ ২৬৯ ৷ আমি মহাধৰ্ম্ম—কভু না করি অধৰ্ম্ম । ন বুঝি আমার মন কৈলে কোন কৰ্ম্ম ॥২৭০৷৷ শুলিঞ। রমণীগণ হৈলা মৃরুছিতে । স্তব্ধ হইয়া রহে যেন চিত্র রহে ভিতে ॥ ২৭১ ॥ অল্প অল্প শ্বাস হৈল—বাক্য নাহি কারে । মদন জ্বরেতে জারিলেক কলেবরে ॥ ২৭২ ॥ কন্তু ঘন শ্বাস হয় বিরহের তাপে । কন্তু নেত্র ঝরে—কভু সৰ্ব্ব অঙ্গ কাপে ॥২৭৩ কতু কভু কৃষ্ণপানে থিরদিঠে চাহে। কন্তু কতু মদন ভালেতে থির নহে ॥ ২৭৪ ॥ ভাব-ভরে কি পোল বলিতে কিবা কহে । সভারে মনের কথা তমাপলে কহরে ৷ ২৭৫ ॥ জগত-সোহল য র করে রূপ-গুণে । অবলা ধৈর্য তবে পরিল কেমনে ॥ ২৭৬ ॥ মোরা কুলবর্তী--কুলত্রতমাত্র জানি । কুলত্রত-ভঙ্গ কৈল মুরলীর ধ্বনি ॥ ২৭৭ ॥ তুমি কিছু নাহি জান-মোরা নাহি জানি। জগত-মোহন-গুণে আনিল রমণী ॥ ২৭৮ ॥ পতির পরম পতি—তুমি আত্মারাম। তোমারে ছাড়িলে পতি অগতি প্রমাণ ॥২৭৯৷৷ মোর আত্মারাম তুমি রমহ আমাতে । তবে পরপতি কোথা দেখিলে ভজিতে ॥২৮০ তাহে পতি-গতি, পতি সভার অগ্রয় । আনন্দ পরমানন্দ সৰ্ব্বমুখময় ॥ ২৮১ ॥