পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/২৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষখ গু দৃত হারে কৃষ্ণ সে আপনে শান্ত করে। আসিঠেছি আমি কথো দিবস ভিতরে ॥৩৪৮৷৷ ভোমরা সকলে মোর প্রাণের সমান । প্রাণ ছাড়া দেহ রহে এ নহে সে প্রমাণ ॥৩৪৯৷৷ তু&গণ নাশ করি’ শীঘ্র সে আসিব । দুঃখ না ভাবিহ জাল স্বরূপে এ সব ॥ ৩৫ ৷ এখানে গোয়াল সব শকটে চঢ়িল । মানসগঙ্গার ঘাটে সভাই জিরাইল ॥ ৩৫১ ॥ যমুনীর ঘাটে গেলা আড়াই-প্রহর । স্নান-ফলাহার কৈল! গোয়াল। সকল ॥ ৩৫২ ॥ অকৃর-প্রসাদ-স্থানে বিভূতি দেখায়ে । পিকালে নন্দ দি অাগে পাছে কৃষ্ণ মায়ে ॥৩ ৷ এইখানে হাহাকার কৈল সব লে।ক । এ মল্লের যোগ্য লহুে—এ অতি লালক ॥২৫৪৷৷ অযোগ্য করয়ে কংস করয়ে পিরূপ । যার যেন হিয়। কষ্ণে দেখে তেলরাপ ॥ ৫৫ ৷ চমকিত ভেল কংস সঘনে ভরম । কুষ্ণপলরামে দেখে মূৰ্ত্তিমন্ত যম ॥ ৫৬ ৷ মল্লগণ দেখে যেন বজ্রানিরমাণ । যোগিগণ দেখে সেই পূর্ণ ভগবান ॥ ৩৫৭ ॥ যদুগণ দেখে যেন কুলের দেবত । অবিড়মগণ দেখে বিরাটু বিধাত ॥ ৩৫৮ ॥ গোপগণ দেখে সেই স্বজন সমান। মারীগণ দেখয়ে কন্দৰ্প মূৰ্ত্তিমান ॥ ৩৫৯ ॥ রপস্থলে দাণ্ডাইল যবে দুই ভাই। যার যেই অনুভব দেখিল সে-ঠাঞি ॥ ৩৮০ ৷ চামুর-যুষ্টিক দুই ভাই করে রণ। e দেখিয়া চমকে রাজা তখনে তখন ॥ ৩৬১ ॥ চামুর মারিলা কৃষ্ণ—ঘুচিল উৎপাত। মুষ্টিক মারিল রাম—শবদ নির্ঘাত ॥ ৩৬২ ॥ পুনঃ আর মুটকিতে কোটি-মল্ল মারে। শাল্ব নামে মল্ল কৃষ্ণ মারিল আtছাড়ে ॥ ৩৬৩ ৷ ভাঙ্গিলেন এক মঞ্চ চরণের ঘায়ে । কৃষ্ণের বিক্রমে মল্ল চৌদিগে পলায়ে ॥৩৬৯৷৷ Σ δΣ শীঘ্ৰ আজ্ঞা করে কংস এ সব দেখিয়া । রাম-কৃষ্ণ বাড়ীর বাহির কর লিঞ ॥ ৩৬৫ ॥ লক্ষ-আদি যভেক গোয়াল। বন্দী কর । উগ্ৰসেন-বস্তুদেব দেবকীরে মার ॥ ৩৬৬ ॥ হেনকালে কৃষ্ণচন্দ্র সময় বুঝিয়।। মহাদৰ্পে উঠিলা মঞ্চেভে লাফ দিয়া ॥ ৩৬৭ ৷ আস্তে ব্যস্তে কংস খড়গ পরিবার কালে । হুহুঙ্কার দিয়া কৃষ্ণ পরে তার চুলে ॥ ৩৬৮ ॥ চুলে পরি’ মঞ্চ হইতে ফেলিলোন ভূমে। বিশ্বরূপ বুকে চঢ়ে মঞ্চের পশ্চিমে ॥ ৩৬৯ ॥ ছাড়িলেক প্র।ণ কংস বিশ্বরূপের ভরে। ধষ্ঠ কংসরাজ –কৃষ্ণ বুকের উপরে ॥ ৩৭০ ॥ কংসবধ কৈল!—লোকে বোলে জয় জয় । আনন্দে দেবতা সব পুষ্প বরিষয় ॥ ৩৭১ ॥ ছে চুড়ি হানিল কৃষ্ণ চুলেতে ধরিয়া । কথোদুরে ফেলাইয়া তুলি আছাড়িয়া ॥৩৭২৷৷ কঙ্ক-আদি করি’ কংসের অষ্ট সহোদর। ভ্ৰাতৃ-শোকে উনমত—সভে পরে বল ॥ ৩৭৩ ॥ রামকৃষ্ণ মারিবারে আইসে সাত জনে । ক্রক্ষেপ মারিলা তাহ এক ললরামে ॥৩৭৪ ॥ কংসেরে ছে"চুড়ি এই গ্রাম-মধ্য দিয়া। কংসখালি’ পলি’ এই—শুন মন দিয়া ॥ ৩৭৫ ॥ শ্রমশান্তি কৈল সে বিশ্রান্তিঘাট নাম । কংসনারী প্রলাপে—প্ৰবোধে’ বলরাম ॥৩৭৬৷৷ তলে নিজ মাভাপিত করিল মোক্ষণ । আনন্দে বিহবল তার করয়ে চুম্বন ॥ ৩৭৭ ॥ উগ্রসেলে রাজ। কৈল নন্দকে বিদায়। এ কথা আমার শক্ত্যে কহনে না যায় ॥৩৭৮৷৷ কৃষ্ণের নিঠুরপন শুনিতে ভরাস। . কহিভে মরয়ে কহে এ লোচনদাস ॥ ৩৭৯ ৷ অকুর যতন করে নিজঘর নিভে । বলিল তাহারে- যাব লেউটি আসিতে ॥৩৮০৷৷ কৃষ্ণের বিলম্বে গোপ মথুরা-নিকটে । সরস্বতী-তীরে তথা র (খিল শকটে ॥৩৮১ ॥