পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/২৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

'సిరి বিভাস রাগ । হরি এইবার বারেক দয়া কর গোরণরায় রে ॥ ধ্রু ॥ ইহার ভিভরে দেখ এই খদিরবন। দধি-দুগ্ধ বেচিবারে রাধার গমন ॥ ৩১৬ ॥ এইখানে শিশু লঞ কৃষ্ণের মন্ত্রণ। ভর দরশাহ—রাপা পাউক যন্ত্রণ ॥ ৩১৭ ॥ বলে লুকাইয়। শিশু মহাশব্দ করে । ডরে ডরাইয়া রাধা কৃষ্ণ চাপি ধরে ॥৩১৮ ॥ রাধা কোলে করি’ রুষঃ বোলে—হায় হয়। চুম্বন করয়ে—প্রিয়বাণীতে বুঝায় ॥ ৩১৯ ॥ কৃষ্ণের পীরিতি পাঞা রাধিক বিভোর। মদন-আলিসে রাধা পাশরিল ঘর ॥ ৩১ • ॥ এইখানে নিকুঞ্জেতে বিনোদ-বিলাস । প্রেমায় মুগধ দোহে ভেল মহারাস ॥ ৩২১ ॥ এইখানে নাম হৈল—মদনগোপাল । শুনিএ আনন্দে গোরা বোলে ভাল ভাল ৷ দেখহ কুমুদবলে কষ্ণের চরিত। এইখানে খেলা খেলে বালক সহিত ॥ ৩২৩। শ্ৰীদাম সুবল—গোঠে মুখ্য দুইজন । বালকে বালকে খেলা কোমদল তখন ॥ ৩২ H ৷ ‘কোন্দলিয়া’ নাম-স্থান ভেঞি তা ইহার । কহিল কুমুদ-নাম-বনের বিহার ॥ ৩২৫ ॥ অম্বিকণর বন দেখ সরস্বতী-তীরে । এথ হরগৌরী গোপ-গোপী পূজা করে ॥৩২৮ অঙ্গিরাপুত্রেরে উপহাসের কারণ। সপদেহ ছিল বিদ্যাধর সুদর্শন ॥ ৩২৭ ॥ শাপান্ত কারণে সেই নন্দকে গিলিল । উগারিল নন্দে—কৃষ্ণচরণে ছুইল ॥ ৩২৮ ॥ কুবেরের চর শঙ্খচূড়ের মরণ। মাথায়ে যুষ্টিকাঘাতে মণির গ্রহণ ॥ ৩২৯ ॥ অরিষ্ঠ বৃষভ-শৃঙ্গ চরণে ধরিয়া। মুখে রক্ত তোলে গোঠে মাইল আছাড়িয় ॥. ঐীচৈতন্যমঙ্গল নারদ-বচলে কংস চিন্তায়ে লিমন। বসুদেব-দেবকীর লিগড়-লন্ধন ॥ ৩৩১ ॥ অশ্বরূপ পরে কেশী কংস-অলুচর । মহাতেজঃ কৃষ্ণবর্ণ দেখি’ লাগে ডর ॥ ৩৩২ ৷ বায়ু বদ্ধ করি’ তার মুখে ভরি’ হাথ । এইখানে কেশি-বধ কৈল গোপীনাথ ॥৩৩৩৷৷ মেষ রূপে শিশু চুরি করয়ে অসুর। পাথর আচ্ছাদি’ রাখে পৰ্ব্বত-গহবর ॥ ৩৩৪ ॥ আনিলেন শিশু ল্যোম অtছাড়ি’ মারিয়। আনন্দে খেলায় খেলা তুষ্ট নিলারিয় ॥ ৩৩৫ ॥ তলে ত’ নন্দের ঘর ছিল নন্দীশ্বর । ইহার পশ্চিমে দেখ কাম্যকবন আর ॥ ৩৩৬ ॥ পিছলি পাথর দেখ এ গোপ-ছাওয়ালে । পিছলি খেলায় এথা বিহান-বিকালে ॥ ৩৩৭ ॥ পালন-সরোবর নন্দীশ্বরের উত্তরে । চৌকিগে দেখহ খুট। লান্ধিতে বাছুরে ॥ ৩৩৮ ॥ মথুরাভে অত্বরকে কংসের আদেশ । সেই খানে সন্ধ্যাকালে নগর প্রলেশ ॥ ৩০৯ ॥ পথেভে আসিতে নানা মনঃকথা ছিল । পদ রবিন্দের চিহ্ন দেখি’ সিদ্ধ হৈল ॥ ৩৪ ৷ এই গোঠে রামকৃষ্ণ তুহণকে দেখিয়া । দণ্ডবভ করে ভূমে চরণে পড়িয় ॥ ৩৪১ ॥ ঘর লঞা গেল। ভারে করিয়া অাদর। রজনীভে কংসমৰ্ম্ম কহিল সকল ॥ ৩৪২ ॥ প্রভাতে ঘোষণা নন্দ দিলেন সভারে । মোষণা পড়িল—যাল কংসে ভেটিবারে ॥ ৪। এইখানে রামকৃষ্ণ চঢ়িলা ত রথে । রাজ-দরশনে চলে অক্রুর সহিতে ॥ ৩৪৪ ॥ এইখানে গোপীগণ মরয়ে কান্দিয়। কষ্ণের বিরহে কান্দে অঙ্গ আছাড়িয় ॥ ৩৪৫ ৷ ভূমিতে পড়িয়া কন্দে—অtউলাইল কেশ । বসন-ভূষণ সব ব্যস্ত ভেল লেশ ॥ ৩৪৬ ॥ তাহার কান্দন মুখে কহনে কি যায়। প্রাণহীন দেহ যেন রহে হাথ পায় ॥ ৩৪৭ ॥