পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/১০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিণেশ্বর । ভক্তসঙ্গে গুরুরূপী শ্রীরামকৃষ্ণ । අ ව. ঠাকুর। সব ত বুঝছে ? (মণি । আজ্ঞ, একটু একটু বুঝছি।) ত্রীরামকৃষ্ণ । অনেকটা ত বুঝছে। রাখাল যে এখানে আছে, ওর বাপ সস্তুষ্ট আছে। মণি হাত জোড় করিয়া চুপ করিয়া আছেন। ত্রীরামকৃষ্ণ আবার বলিতেছেন -“তুমি যা ভাবৃছে, তাও হয়ে যাবে। [ ভক্তসঙ্গে কাৰ্বনানন্দে । মা ও জননী । কেন নরলীলা ? ] ঠাকুর এইবার প্রকৃতিস্থ হইয়াছেন। ঘরে রাখাল, রামলাল । রামলালকে গান গাহিতে কহিতেছেন । রামলাল গান গাহিতেছেন— গান –সমর আলো করে কার কামিনী ! গান -কে রণে নাচিছে বামা নীরদবরণী । শোণিত সায়রে যেন ভাসিছে নবনলিনী ॥ শ্রীরামকৃষ্ণ । মা তমাল্ল জননী। যিনি জগৎরূপে আছেন— সৰ্ব্বব্যাপী হয়ে তিনিই ম৷ ৷ জননী যিনি জন্মস্থান। আমি মা বলতে বলতে সমাধিস্থ হতুম !—ম বলতে বলতে যেন জগতের ঈশ্বরীকে টেনে আনতুম ! যেমন জেলের জাল ফেলে, তার পর অনেকক্ষণ পরে জাল গুটোতে থাকে। বড় বড় মাছ সব পড়েছে ! [ গৌরী পণ্ডিতের কথা। কালী ও শ্ৰীগৌরাঙ্গ এক ৷ ] “গৌরী বলেছিল, কালী গৌরাঙ্গ এক বোধ হলে, তবে ঠিক জ্ঞান হয় । যিনি ব্রহ্ম তিনিই শক্তি (কালী ) । তিনিই নররূপে শ্ৰীগৌরাঙ্গ । ঠাকুর কি ইঙ্গিত করিয়া বলিতেছেন, যিনি আছাশক্তি তিনিই নররূপী ত্রীরামকৃষ্ণ হইয়া আসিয়াছেন ! শ্ৰীযুক্ত রামলাল ঠাকুরের আদেশে আবার গাহিতেছেন,—এবার গৌরাঙ্গলীলা । গান—কি দেখিলাম রে, কেশব ভারতীর কুটীরে, অপরূপ-জ্যোতি, শ্ৰীগৌরাঙ্গ মূরতি, ছনয়নে প্রেম বহে শতধারে ! গান—গেীর প্রেমের ঢেউ লেগেছে গায়। শ্রীরামকৃষ্ণ ( মণির প্রতি ) যারই নিত্য র্তারই লীলা । ভক্তের জন্য লীলা । তাকে নররূপে দেখতে পেলে তবে ত ভক্তের ভালবাসতে পারবে, তবেই ভাই ভগিনী বাপ মা সন্তানের মত স্নেহ করতে পারবে । “তিনি ভক্তের ভালবাসার জন্য ছোটট হয়ে লীলা করতে আসেন।