পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/১১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

brWり àäätofoto [ 1884, 24th February. এখান থেকে যায় যাক—আবার মাকে বলি, মা কোথায় যাবে—কোথায় জুলতে পুড়তে যাবে ! “আমার বালকের মত অধৈৰ্য্য অবস্থা আজ বলে নয় । সেজ বাবুকে হাত দেখাতাম—বলতাম, হাগা আমার কি অসুখ করেছে ? “আচ্ছ, তাহলে ঈশ্বরে নিষ্ঠা কই ?—ওদেশে যাবার সময় গোরুর গাড়ীর কাছে ডাকাতের মত লাঠি হাতে কতকগুলো মানুষ এলো । আমি ঠাকুরদের নাম কৰ্ত্তে লাগ লাম। কিন্তু কখন বলি রাম, কখন দুর্গা, কখন ওঁ তৎসৎ—যেটা খাটে । ( মাষ্টারের প্রতি ) আচ্ছা, কেন এত অধৈৰ্য্য আমার ? মাষ্টার। আপনি সর্বদাই সমাধিস্থ –ভক্তদের জন্য একটু মন শরীরের উপর রেখেছেন, তাই—শরীর রক্ষার জন্য এক এক বার অধৈর্য হন। শ্রীরামকৃষ্ণ । হা, একটু মন আছে কেবল শরীরে,— আর ভক্তি ভক্ত নিয়ে থাকতে । [ Exhibition W*in 213to ঠাকুরের Zoo Garden Wesa stol Il মণিলাল মল্লিক Exhibitionań গল্প করিতেছেন। যশোদা কৃষ্ণকে কোলে করে আছেন—বড় সুন্দর মূৰ্ত্তি—শুনে ঠাকুরের চক্ষে জল আসিয়াছে। সেই বাৎসল্যরসের প্রতিম৷ যশোদার কথা শুনিয়া ঠাকুরের উদ্দীপন হইয়াছে,—তাই কঁদিতেছেন। মণিলাল । আপনার অসুখ,—ত না হলে আপনি একবার গিয়ে দেখে আসতেন—গড়ের মাঠের প্রদর্শনী । শ্রীরামকৃষ্ণ (মাষ্টার প্রভৃতির প্রতি ) ৷ আমি গেলে সব দেখতে পাব না ! একটা কিছু দেখেই বেহুস হয়ে যাবো—আর কিছু দেখা zÚR RÍ I f5fgȘtefR ( Zoological Garden ) C7*tČKE FICHI গিছলো । সিংহ দৰ্শন করেই আমি সমাধিস্থ হয়ে গেলাম।—ঈশ্বরীর বাহনকে দেখে ঈশ্বরীর উদ্দীপন হলো—তখন আর অন্য জানোয়ার : কে দেখে !—সিংহ দেখেই ফিরে এলাম। তাই যদু মল্লিকের মা একবার বলে, Exhibitionএ এ কে নিয়ে চল,—আবার বলে, না । মণিমল্লিক পুরাতন ব্রহ্মজ্ঞানী। বয়স প্রায় ৬৫ হইয়াছে। ঠাকুর