পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/১১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ե"Ե» àäätofos I [ 1884, 24th February. পাচ্ছ ?—“ন’ । গাছের উপর পাখী দেখতে পাচ্ছ ?—না। তবে কি দেখতে পাচ্ছে ?—“শুধু পাখীর চোখ । - “যে শুধু পাখীর চোখটা দেখতে পায়, সেই লক্ষ্য বিধতে পারে। “যে কেবল দেখে, ঈশ্বরই বস্তু আর সব অবস্তু, সেই চতুর । অন্য খবরে আমাদের কাজ কি ? হনুমান বলেছিল, আমি তিথি নক্ষত্র অতে জানি না,—কেবল রাম চিন্তা করি । - ( মাষ্টারের প্রতি ) খান কতক পাখা এখানকার জন্য কিনে দিও । (মণিলালের প্রতি ) “ওগো তুমি একবার এর (মাষ্টারের ) বাবার কাছে যেও । ভক্ত দেখলে উদ্দীপন হবে । দ্বিতীয় পরিচ্ছেদ। [ শ্ৰীযুক্ত মণিলাল প্রভৃতির প্রতি উপদেশ । নরলাল । ] শ্রীরামকৃষ্ণ নিজ আসনে বসিয়া আছেন। মণিলাল প্রভৃতি ভক্তেরা মেজেতে বসিয়া ঠাকুরের মধুর কথামৃত পান করিতেছেন। শ্রীরামকৃষ্ণ ( মাষ্টারের প্রতি ) ৷ এই হাত ভাঙ্গার পর একটা ভারি অবস্থা বদলে যাচ্ছে। নরলীলাটি কেবল ভাল লাগছে । “নিত্য আর লীলা । নিত্য—সেই অখণ্ড সচ্চিদানন্দ । “লীলা—ঈশ্বরলীলা, দেবলীলা, নরলীলা, জগৎলীলা । [ তু সচ্চিদানন্দ । বৈষ্ণবচরণের শিক্ষা । ঠাকুরের রামলীলা দর্শন । ] “বৈষ্ণবচরণ বলতে, নরলীলায় বিশ্বাস হলে তবে পূর্ণ জ্ঞান হবে । তখন শুনতুম না। এখন দেখছি ঠিক । বৈষ্ণবচরণ মানুষের ছবি দেখে কোমল ভাব—প্রেমের ভাব—পছন্দ করতে । (মণিলালের প্রতি ) ঈশ্বরই মানুষ হয়ে লীলা কচ্ছেন—তিনিই মণিমল্লিক হয়েছেন। শিখরা শিক্ষা দেয়,—তু সচিদানন্দ ! “এক একবার নিজের স্বরূপ ( সচ্চিদানন্দ ) কে দেখতে পেয়ে মানুষ অবাক হয়, আর আনন্দে ভাসে । হঠাৎ আত্মীয় দর্শন হলে যেমন হয় । (মাষ্টারের প্রতি) সে দিন সেই গাড়ীতে আসতে আসতে