পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/১১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

స)e - শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত । [ 1884, 23rd March. “এ অবস্থায় দেখি মা-ই সব হয়েছেন! সৰ্ব্বত্র তাকে দেখতে পাই ! “কালীঘরে দেখলাম, ম-ই হয়েছেন—দুষ্টলোক পৰ্য্যন্ত—ভাগবত পণ্ডিতের ভাই পৰ্য্যন্ত । “রামলালের মাকে বকতে গিয়ে আর পারলাম না। দেখলাম তারই একটা রূপ! মাকে কুমারীর ভিতর দেখতে পাই বলে কুমারীপূজা করি। “আমার মাগ (ভক্তদের শ্ৰীশ্ৰীমা ) পায় হাত বুলায়ে দেয়,--তার পর আমি আবার নমস্কার করি । “তোমরা আমার পায়ে হাত দিয়ে নমস্কার করে,—হৃদে থাকলে পায়ে হাত দেয় কে !—কারুকে পা ছুতে দিতে না ! “এই অবস্থায় রেখেছে বলে নমস্কার ফিরুতে হয় । “ছাখো, দুষ্ট লোককে পর্য্যন্ত বাদ দিবার জো নাই !—তুলসী শুকনো হোক, ছোট হোক,—ঠাকুরসেবায় লাগবে । | كندي أص= iهمة جحاiجـح=tحدة fكية حة ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরমন্দিরে রাখাল, রাম, নিত্য, অধর, মাষ্টার, মহিমা প্রভৃতি ভক্তসঙ্গে । প্রথম পরিচ্ছেদ । শ্রীরামকৃষ্ণ অস্থখে অধৈৰ্য্য কেন ? বিজ্ঞানীর অবস্থা । ] ঠাকুর শ্রীরামকৃষ্ণ মধ্যাহ্নে সেবার পর রাখাল, রাম প্রভৃতি ভক্তসঙ্গে বসিয়া আছেন। শরীর সম্পূর্ণ সুস্থ নহে—এখনও হাতে বাড় বাধা । নিজের অস্থখ,—কিন্তু ঠাকুর আনন্দের হাট বসাইয়াছেন। দলে দলে ভক্ত আসিতেছেন । সৰ্ব্বদাই ঈশ্বরকথা প্রসঙ্গে—আনন্দ । কখনও কীৰ্ত্তনানন্দ, কখনও বা ঠাকুর সমাধিস্থ হইয়া ব্রহ্মানন্দ ভোগ করিতে ছেন। ভক্তেরা অবাক হইয়। দেখে । ঠাকুর কথা কহিতেছেন। [ নরেন্দ্রের বিবাহ-সম্বন্ধ । নরেন্দ্র দলপতি । ] রাম। আর মিত্রের ( R. Mitra ) কন্যার সঙ্গে নরেন্দ্রের সম্বন্ধ