পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/১২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিণেশ্বর। রাম, নিত্যগোপাল, মহিমা প্রভৃতি ভক্তসঙ্গে । ৯৩ ‘বাপের পাঁচটি ছেলে,—দুই এক জন বাবা’ বলে ডাকতে পারে। আবার কেউ বা ‘বা’ বলে ডাকে,-কেউ বা ‘পা’ বলে ডাকে,—সবট উচ্চারণ করতে পারে না। যে বাবা বলে, তার উপর কি বাপের বেশী ভালবাসা হবে ?—যে ‘পা’ বলে, তার চেয়ে ? বাবা জানে—এরা কচি ছেলে, “বাবা ঠিক বলতে পাচ্ছে না।ঞ্চ [ ঠাকুর শ্রীরামকৃষ্ণের নরলীলায় মন । ] শ্রীরামকৃষ্ণ । এই হাত ভাঙ্গার পর একটা অবস্থা বদলে যাচ্ছে— নরলীলার দিকে মনটা বড় যাচ্ছে । তিনিই মানুষ হয়ে খেলা কচ্ছেন। “মাটর প্রতিমায় তার পূজা হয়—আর মানুষে হয় না ? “এক জন সদাগর লঙ্কার কাছে জাহাজ ডুবে যাওয়াতে লঙ্কার কূলে ভেসে এসেছিল। বিভীষণের লোকেরা বিভীষণের আজ্ঞায় লোকটীকে র্তার কাছে লয়ে গেল। ‘আহ এটি আমার রামচন্দ্রের ন্যায় মূৰ্ত্তি ! সেই নররূপ !” এই বলে বিভীষণ আনন্দে বিভোর হলেন । আর ঐ লোকটিকে বসন ভূষণ পরিয়ে পূজা আর আরতি করতে লাগলেন! “এই কথাটি আমি যখন প্রথম শুনি, তখন তামার যে কি আনন্দ হয়েছিল, বলা যায় না । পূর্বকথা—বৈষ্ণবচরণ। ফুলুইশ্বামবাজারের কৰ্ত্তাভজাদের কথা । ] ঐীরামকৃষ্ণ । বৈষ্ণবচরণকে জিজ্ঞাসা করাতে বল্লে, যে যাকে ভালবাসে, তাকে ইষ্ট বলে জানলে, ভগবানে শীঘ্ৰ মন হয়। ‘তুই কাকে ভালবাসিস্ ? ‘অমুক পুরুষকে । তবে ওকেই তোর ইষ্ট বলে জান । ও দেশে (কামার পুকুর, শ্যামবাজারে ) আমি বল্লাম—‘এরূপ মত আমার নয়। আমার মাতৃভাব।’ দেখলাম যে লক্ষ লম্ব। কথা কঙ্ক, আবার ব্যভিচার করে । মাগীরা জিজ্ঞাসা করলে— আমাদের কি মুক্তি হবে না ? আমি বল্লাম—হবে যদি এক জনেতে ভগবান বলে নিষ্ঠা থাকে। পাঁচটা পুরুষের সঙ্গে থাকলে হবে না। রাম। কেদার বাবু কৰ্ত্তাভজাদের ওখানে বুঝি গিছলেন ? শ্রীরামকৃষ্ণ । ও পাঁচ ফুলের মধু আহরণ করে ।

  • See Maxmuller's Hibbert Lectures.