পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/১৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত । [ 1884, 3rd July. চতুৰ্থ ভাগ— প্ৰশগ্ৰsদশ খণ্ড । বলরামমন্দিরে রথের পুনর্যাত্রায় ভক্তসঙ্গে । প্রথম পরিচ্ছেদ । ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরামের বৈঠকখানায় ভক্তের মজলিস করিয়া বসিয়া আছেন। আনন্দময় মূৰ্ত্তি –ভক্তদের সহিত কথা কহিতেছেন । - আজ পুনর্যাত্রা বৃহস্পতিবার। আষাঢ় শুক্ল দশমী। শ্ৰীযুক্ত বলরামের বাটতে শ্ৰীশ্ৰীজগন্নাথের সেবা আছে, একখানি ছোট রথও আছে । তাই তিনি ঠাকুরকে, পুনর্যাত্র উপলক্ষে, নিমন্ত্ৰণ করিয়াছেন । এই ছোট রথখানি বারবাটার দোতলার চকমিলান বারান্দায় টান হইবে। গত ২৫শে জুন বুধবারে শ্ৰীশ্রীরথযাত্রার দিন, ঠাকুর শ্ৰীযুক্ত ঈশান মুখোপাধ্যায়ের ঠনঠনিয়ার বাটতে আসিয়া নিমন্ত্রণ গ্রহণ করিয়াছিলেন । সেই দিনই বৈকালে কলেজ ষ্ট্রীটে ভূধরের বাটতে পণ্ডিত শশধরের সহিত প্রথম সাক্ষাৎ হয়। তিন দিন হইল, গত সোমবারে শশধর তাহাকে দক্ষিণেশ্বর কালীমন্দিরে দ্বিতীয় বার দর্শন করিতে গিয়াছিলেন f । ঠাকুরের আদেশে বলরাম শশধরকে আজ নিমন্ত্ৰণ করিয়াছেন। পণ্ডিত হিন্দুধৰ্ম্মের ব্যাখ্যা করিয়া লোকশিক্ষা দিতেছেন। তাই কি শ্রীরামকৃষ্ণ র্তাহার ভিতর শক্তিসঞ্চার করিবার জন্য এত উৎসুক হইয়াছেন ? ঠাকুর ভক্তদের সহিত কথা কহিতেছেন। কাছে রাম,মাষ্টার, বলরাম, মনোমোহন, কয়েকটা ছোকরা ভক্ত, বলরামের পিতা প্রভূতি বসিয়া আছেন। বলরামের পিতা অতি নিষ্ঠাবান বৈষ্ণব । তিনি প্রায় শ্ৰীবৃন্দাবনধামে তাহাদেরই প্রতিষ্ঠিত কুঞ্জে একাকী বাস করেন ও

  • শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত—প্রথম ভাগ । + শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত—তৃতীয় ভাগ।