পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/১৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত। চতুশ্ৰ ভাণ—সলভদশ প্ৰণ্ড । سیس-سساحم=-سعه -حتحت که همه ঠাকুর ত্রীরামকৃষ্ণ শ্ৰীযুক্ত অধরের বাড়ীতে নরেন্দ্রাদি ভক্তসঙ্গে । প্রথম পরিচ্ছেদ । [ নরেন্দ্রাদি ভক্তসঙ্গে কীৰ্ত্তনানন্দে । সমাধিমন্দিরে । ] ঠাকুর ত্রীরামকৃষ্ণ অধরের বাটীর বৈঠকখানায় ভক্তসঙ্গে বসিয়া আছেন। বৈঠকখানা দ্বিতলের উপর। শ্ৰীযুক্ত নরেন্দ্র, মুখুৰ্য্যে ভ্রাতৃদ্বয়, ভবনাথ, মাষ্টার, চুনিলাল, হাজরা প্রভৃতি ভক্তেরা তাহাব কাছে বসিয়া আছেন । বেলা ৩টা হইবে । আজ শনিবার, ২২এ ভাদ্র, ১২৯১ ; ৬ই সেপ্টেম্বর ,১৮৮৪ । কৃষ্ণপ্রতিপদ তিথি ! ভক্তের প্রণাম করিতেছেন। মাষ্টার প্রণাম করিলে পর, ঠাকুর অধরকে বলিতেছেন–নিতাই ডাক্তার আসবে না ? শ্ৰীযুক্ত নরেন্দ্র গান গাইবেন, তাহার আয়োজন হইতেছে। তানপুরা বাধিতে গিয়া তার ছিড়িয়া গেল । ঠাকুর বলিতেছেন, ওরে কি করলি ! নরেন্দ্র বায়া তবলা বাধিতেছেন । ঠাকুর বলিতেছেন,— তোর বায়া যেন গালে চড় মারছে ! কীৰ্ত্তনাঙ্গের গান সম্বন্ধে কথা হইতেছে । নরেন্দ্র বলিতেছেন—‘কীৰ্ত্তনে তাল সম এ সব নাই—তাই অত popular—লোকে ভালবাসে।” স্ত্রীরামকৃষ্ণ । সে কি বললি ! করুণ বলে তাই অত—লোকে ভালবাসে । নরেন্দ্র গান গাইতেছেন— গান—সুন্দর তোমাৱ =াম দীনশৱণ হে । গান—ম্বাবে কিহে দিন আমাক্স বিফলে চলিক্সে । আছি নাথ দিবানিশি আশাপথ নিরখিয়ে ॥ শ্রীরামকৃষ্ণ ( হাজরার প্রতি, সহস্তে )। প্রথম এই গান করে। নরেন্দ্র আরও দুই একটা গান করবার পর বৈষ্ণবচরণ গান গাইতেছেন –চিনিব কেমনে হে তোমায় (হরি),ওহে বন্ধুরায় ভুলে আছ মথুরায় । হাতীচড়া জোড়াপরা, ভুলেছ কি ধেমুচরা, ব্রজের মাখন চুরি করা, মনে কিছু হয় । У о