পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/১৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> 8b- àäätofotoss 1 [1884, 6th September. নরেন্দ্র গাইতেছেন—চিদাকাশে হল পূর্ণ প্রেম চন্দ্রোদয় হে। উথলিল প্রেম সিন্ধু কি আনন্দময় হে ॥ দ্বিতীয় ভাগ, ৬২ পৃষ্ঠা। শ্রীরামকৃষ্ণ । আর ঐটে—“হরিরস মদিরা ? - নরেন্দ্র । হরিরস মদিরা পিয়ে মম মানস মাত রে । লুটায়ে অবনীতল, হরি হরি বলি কাদ রে ॥ ঠাকুর অঁখির দিতেছেন—প্রেমে মত্ত হয়ে, হরি হরি বলি কঁাদ রে । ভাবে মত্ত হয়ে,—হরি হরি বলি কাদ রে । ঠাকুর ও ভক্তেরা একটু বিশ্রাম করিতেছেন । নরেন্দ্র আস্তে আস্তে ঠাকুরকে বলিতেছেন—“আপনি সেই গানটী একবার গাইবেন ?— শ্রীরামকৃষ্ণ বলিতেছেন—“আমার গলাটা একটু ধরে গেছে— কিয়ৎক্ষণ পরে ঠাকুর আবার নরেন্দ্রকে বলিতেছেন—“কোনটা ? নরেন্দ্র। ভূবলৱঞ্জনৰূপ । ঠাকুর আস্তে আস্তে গাইতেছেন—গান ভুবনরঞ্জনরূপ নদে গৌর কে আনিল রে (অলকা আবৃত মুখ ) (মেঘের গায়ে বিজলী ) ( আন হেরিতে শু্যাম হেরি ) ঠাকুর আর একটা গান গাইতেছেন-— গান—শ্বামের নাগাল পেলুম না লো সই । আমি কি সুখে আর ঘরে রই ॥ শ্যাম যদি মোর হতো মাথার চুল । যতন ক’রে বঁধিতুম বেণী সই, দিয়ে বকুল ফুল ( কেশব-কেশ যতনে বাধতুম সই ) ( কেউ নকতে পারত না সই ) (শ্যাম কাল আর কেশ কাল ) (কালোয় কালোয় মিশে যেতে গো) । শ্যাম যদি মোর বেশর হইত, নাসা মাঝে সতত রহিত,— (অধর চাদ অধরে র’ত সই ) (যা হবার নয়, তা মনে হয় গো ) ( শ্যাম কেন বেসর হবে সই ? ) । শ্যাম যদি মোর কঙ্কণ হ’তো, বাহুমাঝে সতত রহিত (কঙ্কণ নাড়া দিয়ে চলে যেতম সই ) ( বাহু নাড়া দিয়ে ) (শ্যাম কঙ্কণ হাতে দিয়ে, চলে যে তুম সই ) ( রাজপথে )।