পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/১৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\ురి শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত | [1884, 7th September. শরণ্যং ত্বমেকং বরেণ্যং ত্বমেকং জগৎপালকং স্বপ্রকাশম। ত্বমেকং জগৎকর্তৃপাতৃপ্রহর্তৃ, ত্বমেকং পরং নিশ্চলং নির্বিকল্পম ॥ ভয়ানাং ভয়ং ভাষণং ভীষণানাং, গতিঃ প্রাণিনাং পাবনং পাবনানাম। মহোচ্চৈঃ পদানাং নিয়ন্ত ত্বমেকং, পরেষাং পরং রক্ষণং রক্ষণানাম ॥ বয়স্তাং স্মরামো বয়স্তান্তজামো, বয়ত্ত্বাং জগৎসাক্ষিরুপং নমামঃ । সদেকং নিধানং নিরালম্বমীশং, ভবাস্তোধিপোতং শরণ্যং ব্রজামঃ ॥ ঠাকুর হাত জোড় করিয়া স্তব শুনিলেন। পাঠান্তে ভক্তিভরে নমস্কার করিলেন । ভক্তেরাও নমস্কার করিলেন । অধর কলিকাতা হইতে আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন । শ্রীরামকৃষ্ণ (মাষ্টারের প্রতি) । আজ খুব আনন্দ হোলো ! মহিম চক্ৰবৰ্ত্তী এদিকে আসছে । হরিনামে আনন্দ কেমন দেখলে ! না ? মাস্টার। আজ্ঞা, হা । মহিমাচরণ জ্ঞানচর্চা করেন। তিনি আজ হরিনাম করেছেন, আর কীৰ্ত্তনসময়ে নৃত্য করিয়াছেন—তাই ঠাকুর আহলাদ করিতেছেন । সন্ধ্য আগতপ্রায় । ভক্তেরা অনেকেই ক্রমে ক্রমে ঠাকুরকে প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন ।

  • =" &-masa."...m-g,

চতুর্থ পরিচ্ছেদ । [প্রবৃত্তি না নিবৃত্তি। অধরের কৰ্ম্ম । বিষয়ীর উপাসনা ও চাকরী সন্ধ্যা হইল । ফরাস দক্ষিণের লম্বা বারাণ্ডায় ও পশ্চিমের গোল বারাণ্ডায় আলো জালিয়া দিয়া গেল। ঠাকুরের ঘরে প্রদীপ জ্বালা হইল ও ধূনা দেওয়া হইল। কিয়ৎক্ষণ পরে চাদ উঠিলেন। মন্দিরপ্রাঙ্গণ, উদ্যানপথ গঙ্গাতীর পঞ্চবটী, বৃক্ষশীর্ষ, জ্যোৎস্নায় হাসিতে লাগিল । ঠাকুর নিজাসনে বসিয়া আবিষ্ট হইয়া মার নাম ও চিন্ত৷ করিতেছেন অধর আসিয়া বসিয়াছেন । ঘরে মাষ্টার ও নিরঞ্জনও আছেন । ঠাকুর অধরের সহিত কথা কহিতেছেন।