পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/২০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিণেশ্বর। নরেন্দ্র, ভবনাথ প্রভৃতি ভক্তসঙ্গে । ১৭৩ কাপে হে মম হৃদয় । অভ্যস্ত পাপের সেবায়, জীবন চলিয়া যায়। কেমনে করিব আমি পবিত্র পথ আশ্রয় ॥ এ পাতকী নরাধমে, তার যদি দয়াল নামে । বল করে কেশে ধরে, দাও চরণে আশ্রয় ॥ তৃতীয় পরিচ্ছেদ। নরেন্দ্রাদির শিক্ষা । ‘বেদবেদান্তে কেবল আভাস । ] গান—সুন্দর তোমার নাম দীন শরণ হে। বহিছে অমৃতধার জুড়ায় শ্রবণ, ও প্রাণ রমণ হে ॥ গভীর বিষাদরাশি, নিমেষে বিনাশে, যখনি তব নামস্থধা শ্রবণে পরষে ; হৃদয় মধুময় তব নাম গানে, হয় হে হৃদয়নাথ চিদয়নাথ চিদানন্দ ঘন হে ॥ নরেন্দ্র যাই গাইলেন—“হৃদয় মধুময় তব নাম গানে', ঠাকুর অমনি সমাধিস্থ। সমাধির প্রারস্তে হস্তের অঙ্গুলি, বিশেষতঃ বৃদ্ধাঙ্গুলি, স্পন্দিত হইতেছে। কোন্নগরের ভক্তেরা ঠাকুরের সমাধি কখন দেখেন নাই। ঠাকুর চুপ করিলেন দেখিয়া তাহারা গাত্রোথান করিতেছেন। ভবনাথ । আপনারা বস্তুন না । এর সমাধি অবস্থা । কোন্নগরের ভক্তেরা আবার আসন গ্রহণ করিলেন । নরেন্দ গাইতেছেন—দিবানিশি করিয়া যতন হৃদয়েতে রাঢেছি আসন, জগতপতি হে কৃপা করি, সেথা কি করিবে আগমন । ঠাকুর ভাবাবেশে নীচে নামিয়া মেজেতে নরেন্দ্রের কাছে বসিলেন । BBSSSBBBB BBBB BBBS KK S SKBJJuDB SBBB S উথলিল প্রেমসিন্ধু কি আনন্দময় হে ॥ জয় দয়াময়! জয় দয়াময় ! জয় দয়াময় ! ‘জয় দয়াময় এই নাম শুনিয়া ঠাকুর দণ্ডায়মান, আবার সমাধিস্থ। অনেকক্ষণ পরে কিঞ্চিৎ প্রকৃতিস্থ হইয়া আবার মেজেতে মাদুরের উপর বসিলেন। নরেন্দ্র গান সমাপ্ত করিয়াছেন—তানপুরা যথাস্থানে রাখা হইয়াছে। ঠাকুরের এখনও ভাবাবেশ রহিয়াছে। ভাবাবস্থাতেই বলিতেছেন, “এ কি বল দেখি মা, মাখন তুলে মুখের কাছে ধরে !