পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/২১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিণেশ্বর। মুখুয্যে, অধর, প্রভৃতি ভক্তসঙ্গে । >bペ) তিনি ঠাকুরকে জানাইয়াছিলেন । ঠাকুর বলিয়াছিলেন—অধর ডেপুটী ম্যাজিষ্ট্রেট, সে আসিলে তাকে জিজ্ঞাসা কোরে । শ্ৰীযুক্ত রামচক্ৰবৰ্ত্তী ভোলানাথকে সঙ্গে করিয়া ঠাকুরের কাছে আনিয়াছেন ও সমস্ত বলিতেছেন—‘এর এজাহার দিয়ে ভয় হয়েছে ইত্যাদি । ঠাকুর চিন্তিতপ্রায় হইয়া উঠিয়া বসিলেন ও অধরকে সব কথা বলিতে বলিলেন। অধর সমস্ত শুনিয়া বলিতেছেন,—ও কিছুই না, একটু কষ্ট হবে। ঠাকুরের যেন গুরুতর চিন্তা দূর হইল। রাত হইয়াছে। অধর বিদায় গ্রহণ করিবেন, প্রণাম করিলেন। শ্রীরামকৃষ্ণ ( মাষ্টারের প্রতি ) ৷ নারা’ণকে এনে । শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত, চতুর্থভাগ, উনবিংশ খণ্ড সমাপ্ত । শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত । চতুৰ্থ ভাগ—বিংশ খণ্ড । ജ=മ്മജ-> দক্ষিণেশ্বরে মহেন্দ্র, রাখাল, রাধিকাগোস্বামী প্রভৃতি ভক্তসঙ্গে । প্রথম পরিচ্ছেদ । মহেন্দ্রাদির প্রতি উপদেশ । কাপ্তেনের ভক্তি ও পিতামাতার সেবা । ] স্ত্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর কালীমন্দিরে সেই পূর্বপরিচিত ঘরে ভক্তসঙ্গে বসিয়া আছেন । শরৎকাল । শুক্রবার ৪ঠা আশ্বিন, ১২৯১, বেলা দুইটা। আজ ভাদ্র অমাবস্যা। মহালয় । শ্ৰীযুক্ত মহেন্দ্র মুখো, পাধ্যায় ও র্তাহার ভ্রাতা শ্ৰীযুক্ত প্রিয় মুখোপাধ্যায়, মাষ্টার, বাবুরাম, হরিষ, কিশোরী, লাটু, মেজেতে কেহ বসিয়া, কেহ দাড়াইয়া আছেন,— কেহ বা ঘরে যাতায়াত করিতেছেন। শ্ৰীযুক্ত হাজরা বারাণ্ডায় বসিয়া আছেন। রাখাল বলরামের সহিত বৃন্দাবনে আছেন ।