পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/২৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিণেশ্বর। বাবুরাম, বড়কালী প্রভৃতি ভক্তসঙ্গে। ২৩৫ “আর মেয়ে মানুষের সঙ্গে থাকলেই তাদের বশ হয়ে যেতে হয় । ংসারীর মেয়েদের কথায উঠতে বল্লে উঠে, বসতে বল্লে বসে। সকলেই আপনার পরিবারদের মুখ্যাত করে। “আমি এক জায়গায় যেতে চেয়েছিলাম। রামলালের খুড়ীকে জিজ্ঞাসা করাতে বারণ করলে, আর যাওয়া হলো না । খানিক পরে ভাবলুম—উঃ ; আমি সংসার করি নাই, কামিনীকাঞ্চনত্যাগী, তাতেই এই ! –সংসারীরা না জানি পরিবারদের কাছে কি রকম বশ । মণি । কামিনীকাঞ্চনের মাঝখানে থাকলেই একটু না একটু গায়ে আঁচ লাগবেই। আপনি বলেছিলেন, জয়নারাণ অতো পণ্ডিত—বুড়ো হয়েছিল—আপনি যখন গেলেন, বালিস টালিস শুকুতে দিচ্ছিলেন । শ্রীরামকৃষ্ণ । কিন্তু পণ্ডিত বলে অহংকার ছিল না । আর যা বলেছিল, শেষে আইন মাফিক কাশীতে গিয়ে বাস হলো । ছেলেগুণো দেখলাম, বুট পায়ে দেওয়া ইংরাজী পড়া । [ ঠাকুরের প্রেমোন্মাদ প্রভৃতি নানা অবস্থা । ] ঠাকুর মণিকে প্রশ্নচ্ছলে নিজের অবস্থা বুঝাইতেছেন। শ্রীরামকৃষ্ণ । আগে খুব উন্মাদ ছিল, এখন কমলে কেন ?—কিন্তু মাঝে মাঝে হয় । মণি । আপনার এক রকম অবস্থা তো নয়। যেমন বলেছিলেন, কখন ও বালকবৎ,—কখন ও উন্মাদবৎ—কখনও জড়বৎ—কখনও পিশাচবৎ—এই সব অবস্থা মাঝে মাঝে হয় । আবার মাঝে মাঝে সহজ অবস্থাও হয় । শ্রীরামকৃষ্ণ । ই বালকবৎ। আবার ঐ সঙ্গে বাল্য, পেীগণ্ড, যুব —এ সব অবস্থা হয়। যখন জ্ঞান উপদেশ দেবে, তখন যুবার অবস্থা । “আবার পেীগণ্ড অবস্থা । বারো তেরো বছরের ছোকরার মত ফচকিমি করতে ইচ্ছা হয়। তাই ছোকরাদের নিয়ে ফষ্টি নাষ্টি হয় । [ নারা’ণের গুণ । কামিনীকাঞ্চনত্যাগী সন্ন্যাসীর কঠিন সাধনা । ] “আচ্ছা, নারাণ কেমন ? মণি । আজ্ঞা, লক্ষণ সব ভালী আছে । শ্রীরামকৃষ্ণ । নাউএর ডোলটা ভাল—তানপুরো বেশ বাজ বে।