পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত। E=s==f-stat—ei== =lee --- مساحساس�سح<Cl < > ہتسےحرب سے--سسس۔ ঠাকুর স্ত্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরমন্দিরে শ্ৰীযুক্ত রাখালু, প্রাণকৃষ্ণ, কেদার প্রভূতি ভক্তসঙ্গে । প্রথম পরিচ্ছেদ । [ প্রাণকৃষ্ণ দক্ষিণেশ্বরে মাস্টার প্রভৃতি সঙ্গে । ] ঠাকুর ত্রীরামকৃষ্ণ কালীবাড়ার সেই পূর্বপরিচিত ঘরে ভক্তসঙ্গে লসিয়া আছেন । নিশিদিন হরিপ্রেমে –মার প্ৰেমে--মাতোয়ারা ! মেজেতে মাছর পাতা ; তিনি সেই মাদুরে আসিয়া বসিয়াছেন। সম্মুখে প্রাণকৃষ্ণ ও মাস্টার । শ্ৰীযুক্ত রাখাল ও ঘরে আছেন। হাজরা মহাশয় ঘরের বাহিরে দক্ষিণপূর্ব বারাণ্ডায় বসিয়া আছেন। শীতকাল—পৌষ মাস ; ঠাকুরের গায়ে মোলস্কিনের র্যাপার । সোম পার, বেলা ৮টা । আগ্রহায়ণ কৃষ্ণা অষ্টমী । ১লা জানুয়ারী, ১৮৮৩। এখন অন্তরঙ্গ ভক্তগণ অনেকেই আসিয়া ঠাকুরের সহিত মিলিত ইয়াছেন । নানাধিক এক বৎসর কাল নরেন্দ্র, রাখাল, ভবনাথ, বলরাম, ষ্টিার, বাবুরাম,লাটু প্রভৃতি সৰ্ব্বদা আস যাওয়া করিতেছেন। তাহদের ংসরাধিক পূর্ব হইতে রাম,মনোমোহন, স্বরেন্দ্র, কেদার আসিতেছেন । প্রায় পাঁচ মাস হইল, ঠাকুর ত্রীরামকৃষ্ণ বিদ্যাসাগরের বাদুড়বাগানের টাতে শুভাগমন করিয়াছিলেন। দুই মাস হইল ক্রযুক্ত কেশবসেনের সাঁচত বিজয়াদিব্রাহ্মভক্তসঙ্গে নৌযানে (steamer ) আনন্দ করিতে * কলিকাতায় গিয়াছিলেন । যুক্ত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায় কলিকাতায় শ্যামপুকুর পল্লীতে বাস