পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/২৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বলরামমন্দিরে রথযাত্রাদিবসে কীৰ্ত্তনানন্দে । ২৬৩ ঠাকুরও প্রেমোন্মত্ত হইয়া নৃত্য করিতেছেন,—ও গাইতেছেন, ওম পূণব্ৰহ্মাসনাতলী ! অনেকক্ষণ নৃত্যের পর ঠাকুর আবার আসন গ্রহণ করিলেন। নরেন্দ্র ভাববিষ্ট হইয়া সাশ্র নয়নে গান গাহিতে ছেন দেখিয়া ঠাকুর অত্যন্ত আনন্দিত হইলেন। রাত্রি প্রায় নয়টা হইবে, এখনও ভক্তসঙ্গে ঠাকুর বসিয়া আছেন । আবার বৈষ্ণবচরণের গান শুনিতেছেন । গান—শ্ৰীগৌরাঙ্গ সুন্দর নব নটবর তপত কাঞ্চন কায় । গান—চিনিব কেমনে হে তোমায় (হরি)। ওহে বন্ধুরায়, ভুলে আছ মথুরায় ৷ হাতীচড়া জোড়া পরা, ভুলেছ কি ধেনুচর, ব্রজের মাখন চুরি করা, মনে কিছু হয়। রাত্রি দশটা এগারটা । ভক্তেরা প্রণাম করিয়া বিদায় লইতেছেন । শ্রীরামকৃষ্ণ। আচ্ছা, আর সববাই বাড়ী যাও। (নরেন্দ্র ও ছোট নরেনকে দেখাইয়া ) এর দুজন থাকলেই হ’লো । ( গিরিশের প্রতি ) তুমি কি বাড়ী গিয়ে খাবে ? থাকে৷ তো খানিক থাক । তামাক !—ওহ বলরামের চাকরও তেমনি। ডেকে দেখনা—দেবেন । (সকলের হাস্য )। কিন্তু তুমি তামাক খেয়ে যেও । শ্ৰীযুক্ত গিরিশের সঙ্গে একটি চসমাপরা বন্ধু আসিয়াছেন। তিনি সমস্ত দেখিয়া শুনিয়া চলিয়া গেলেন। ঠাকুর গিরিশকে বলিতেছেন— “তোমাকে আর হরে প্যালাকে বলি, জোর করে কারুকে নিয়ে এসো ন,—সমন্ন না হলে হক্স না ।” একটা ভক্ত প্রণাম করিলেন। সঙ্গে একটী ছেলে। ঠাকুর সস্নেহে কহিতেছেন, তবে তুমি এসো,—আবার উটি সঙ্গে। নরেন্দ্র, ছোট নরেন, আর দু একটা ভক্ত, আরও একটু থাকিয়া বাট ফিরিলেন। SAAAAAAS AAASASASSMMSSSLLLSSSSAAAASAAAA