পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/২৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨૭8 শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত । [ 1884, I 5th July. সপ্তম পরিচ্ছেদ । স্থপ্রভাত ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ । মধুর মৃত্য ও নামকীর্তন । শ্রীরামকৃষ্ণ বৈঠকখানার পশ্চিম দিকের ছোট ঘরে শয্যায় শয়ন করিয়া আছেন । রাত ৪টা। ঘরের দক্ষিণে বারাণ্ডা, তাহতে এক খানি টুল পাতা আছে। তাহার উপর মাষ্টার বসিয়া আছেন। কিয়ৎক্ষণ পরেই ঠাকুর বারাণ্ডায় আসিলেন । মাষ্টার ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন । সংক্রান্তি, বুধবার, ৩২শে আষাঢ়, ১৫ই জুলাই । শ্রীরামকৃষ্ণ । আমি আর একবার উঠেছিলাম। আচ্ছ, সকাল বেলা কি যাবো ? মাষ্টার । আজ্ঞা, সকাল বেলায় ঢেউ একটু কম থাকে । ভোর হইয়াছে। এখনও ভক্তেরা আসিয়া জুটেন নাই । ঠাকুর মুখ ধুইয়া মধুর স্বরে নাম করিতেছেন । পশ্চিমের ঘরটার উত্তর দরোজার কাছে দাড়াইয়া নাম করিতেছেন । কাছে মাষ্টার। কিয়ৎক্ষণ পরে অনতিদূরে গোপালের মা আসিয়া দাড়াইলেন। অন্তঃপুরের দ্বারের অন্তরালে ২১টা স্ত্রীলোক ভক্ত আসিয়া ঠাকুরকে দেখিতেছেন । যেন শ্ৰীবৃন্দাবনের গোপীরা শ্ৰীকৃষ্ণ দর্শন করিতেছেন ! অথবা নবদ্বীপের ভক্ত মহিলারা প্রেমোন্মত্ত শ্ৰীগৌরাঙ্গকে আড়াল হইতে দেখিতেছেন! রামনাম করিয়া ঠাকুর কৃষ্ণনাম করিতেছেন। ক্রষ৪ কষও ! BBBBBBSS BBB SBBB S BBBBBBB BBB S ভনন্দলন্দ ন ক্রমও ! গোবিন্দ ! গোবিন্দ ! আবার শ্ৰীগৌরাঙ্গের নাম করিতেছেন— শ্ৰীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরেকৃষ্ণ হরে রাম, রাধে গোবিন্দ ! আবার বলিতেছেন আলেখ লিল্লগুরুল ! নিরঞ্জন বলিয়৷ কঁদিতেছেন । র্তাহার কান্ন। দেখিয়া ও কাতর স্বর শুনিয়া, কাছে দণ্ডায়মান ভক্তেরা কাদিতেছেন। তিনি কাদিতেছেন আর বলিতেছেন, নিরঞ্জন ! আয় বাপ—খারে নেরে—কবে তোরে খাইয়ে জন্ম সফল করবো ! তুই আমার জন্য দেহ ধারণ করে নররূপে এসেছিস্ । ఫ్గ14:్మష్టి... :