পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিণেশ্বর। প্রাণকৃষ্ণ, মাস্টার, রাখাল প্রভৃতি ভক্তসঙ্গে । ৩ দ্বিতীয় পরিচ্ছেদ । [ ভবিরাজ্য ও রূপ দর্শন । ] চিাকুর সমাধিস্থ। অনেকক্ষণ ভাববিষ্ট হইয় বসিয়া আছেন । দেহ নড়িতেছে না,–চক্ষু স্পন্দহীন,—নিঃশ্বাস পড়িতেছে কিনা—বুঝা যায় না – অনেকক্ষণ পরে দীর্ঘনিঃশ্বাস ফেলিলেন,–যেন ইন্দ্রিয়ের রাজ্যে আবার ফিরিয়া আসিতেছেন । শ্রীরামকৃষ্ণ ( প্রাণকুষ্ণের প্রতি ) ৷ তিনি শুধু নিরাকার নন, তিনি BBB BBBS BB BB BBB BB BBS BB BBB BBS SJB সেই অতুলনীয় রূপ দর্শন করা যায় ! ম৷ নানারূপে দর্শন দেন । [ গৌরাঙ্গ দর্শন। রতির মার বেশে মা । ] ۹. “কাল মাকে দেখলাম। গেরুয়া জাম পর, মুড়ি সেলাই নাই । তামীর সঙ্গে কথা কচেছন । “আর এক দিন মুসলমানের মেয়ে রূপে আমার কাছে এসেছিলেন । মাগয় তিলক কিন্তু দিগম্বরী । ছয় সাত বছরের মেয়ে—আমার সঙ্গে সঙ্গে বেড়াতে লাগল ও ফছকিমি কন্তে লাগল। “ঙ্গদের বাড়াতে যখন ছিলাম -গৌরাঙ্গ দর্শন হয়েছিল--কালপেড়ে কাপড় পরা। “হলধারা বলত তিনি ভাব অভাবের অতীত । আমি মাকে গিয়ে বল্লাম - মা, হলধারা এ কথা বলছে, তা হলে রূপ টুপ কি সব মিথা ? মা রতার মার বেশে আমার কাছে এসে বল্লে,—“তুই ভালেই খt ক2 আমিও হলধারীকে তাই বল্লাম । “এক একবার ও কথা ভুলে যাই বলে কষ্ট হয়। ভাবে না থেকে দীত ভেঙ্গে গেল । তাই দৈল বাণী ব। প্রত্যক্ষ লা হলে ভালেই থাকবে।—ভক্তি নিয়ে থাকব । কি বল ? প্রাণকৃষ্ণ । আজ্ঞা ।