পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৩০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՀԳՀ শ্ৰীশ্ৰীরামকৃষ্ণকথামৃত । [ 1884, 15th July. চিত্রাপিতের ন্যায় বসিয়া আছেন । ভক্তেরাও যেন সেই পূতসলিলা পতিতপাবনী শ্ৰীমুখনিঃস্থত ভাগবতগঙ্গায় স্নান করিয়া বসিয়া আছেন! সকলে চুপ করিয়া আছেন । তুলসী । ইনি হাসেন না । শ্রীরামকৃষ্ণ । ভিতরে হাসি আছে। ফন্থনদীর উপরে বালি, – খুড়লে জল পাওয়া যায়। (মাষ্টারের প্রতি ) তুমি জিহব ছোলে না! রোজ জিহব ছুলবে। বলরাম। আচ্ছ, এর (মাস্টারের ) কাছে পূর্ণ আপনার কথা অনেক শুনেছেন— শ্রীরামকৃষ্ণ । আগেকার কথা,—ইনি জানেন,—আমি জানি না। বলরাম। পূর্ণ স্বভাবসিদ্ধ। তরে এর । ত্রীরামকৃষ্ণ। এরা হেতুমাত্র। নয়টা বাজিয়াছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে যাত্রা করিবেন,— তাহার উদ্যোগ হইতেছে। বাগবাজারের ৬অন্নপূর্ণার ঘাটে নৌকা ঠিক করা আছে। ঠাকুরকে ভক্তের ভূমিষ্ঠ হইয় প্রণাম করিতেছেন। ঠাকুর দুই একটি ভক্তের সহিত নৌকায় গিয়া বসিলেন। গোপালের ম। ঐ নৌকায় উঠিলেন,—দক্ষিণেশ্বরে কিঞ্চিৎ বিশ্রাম করিয়া বৈকালে হাটিয়া কামারহাটি যাইবেন । ঠাকুরের দক্ষিণেশ্বরের ঘরের ক্যাম্পখাটটি Camp khat সারাইতে দেওয়া হইয়াছিল । সেখানিও নৌকায় তুলিয়া দেওয়া হইল। এই খাট খানিতে শ্ৰীযুক্ত রাখাল প্রায় শয়ন করিতেন। আজ কিন্তু মঘা নক্ষত্র। যাত্রা বদলাইতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আগত শনিবারে বলরামের বাটতে আবার শুভাগমন করিবেন। শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত, চতুর্থভাগ, ত্রয়োবিংশ খণ্ডে বলরামমন্দিরে শ্রীশ্রীরথযাত্রাদিবসে ভক্তসঙ্গে সঙ্কীৰ্ত্তন নন্দ কথা সমাপ্ত ।