পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৩২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२०8 àääfootos 1 [1885, 1st September. [ গিরীশ ঘোষ ও অবতারবাদ । কে পবিত্র ? যার বিশ্বাস ভক্তি ] শ্ৰীযুক্ত গিরীশ ঘোষ দুই একটা বন্ধু সঙ্গে গাড়ী, করিয়া আসিয়া উপস্থিত । কিছু পান করিয়াছেন । কঁাদিতে কঁাদিতে আসিতেছেন। ও ঠাকুরের চরণে মাথা দিয়া কঁাদিতেছেন। : - স্ত্রীরামকৃষ্ণ সস্নেহে তাহার গ৷ চাপড়াইতে লাগিলেন । একজন ভক্তকে ডাকিয়া বলিতেছেন—‘ওরে, একে তামাক খাওয়া ' গিরীশ মাথা তুলিয়া হাত জোড় করিয়া বলিতেছেন,—তুমিই পুণ ব্ৰক্ষা 1 ত। নদি লা হক্স, সবই মিথ্যt ! “বড় খেদ রইলো, তোমার সেবা করতে পেলুম না ! ( এই কথাগুলি এরূপ স্বরে বলিতেছেন যে, দু একটা ভক্ত কঁাদিতেছেন । ) “দাও বল্ল ভগবল, এক বৎসর তোমার সেবা করবে। মুক্তি ছড়াছড়ি—প্রস্রাব করে দি । বল, সেবা এক বৎসর করবো ? শ্রীরামকৃষ্ণ । এখানকার লোক ভাল নয়—কেউ কিছু বলবে । গিরীশ । তা হবে না, বলে— । ক্রীরামকৃষ্ণ । আচ্ছ, তোমার বাড়ীতে যখন যাবো— গিরিশ । না, তা নয়। এই খানে করবে: শ্রীরামকৃষ্ণ (জিদ দেখিয়া) । আচ্ছ, সে ঈশ্বরের ইচ্ছ। ঠাকুরের গলায় অসুখ । গিরীশ আবার কথা কহিতেছেন,—“বল আরাম হয়ে যাক !—আচ্ছ, আমি ঝাড়িয়ে দেবো । কালী ! কালী !” ত্রীরামকৃষ্ণ । আমার লাগবে ! গিরীশ । ভাল হয়ে যা ! (ফ,) ভাল যদি না হয়ে থাকে তো— যদি আমার ও পায়ে কিছু ভক্তি থাকে, তবে অবশ্য ভাল হবে !—বল, ভাল হয়ে গেছে। শ্রীরামকৃষ্ণ (বিরক্ত হইয়া ) । যা বাপু, আমি ও সব বলতে পারি না। রোগ ভাল হবার কথা মাকে বলতে পারি না । “আচ্ছ, ঈশ্বরের ইচ্ছায় হবে । গিরীশ । আমায় ভুলোনো ! তোমার ইচ্ছান্ন ! শ্রীরামকৃষ্ণ । ছি, ও কথা বলতে নাই । ভক্তৰবং ন চ কৃষ্ণবহ । তুমি যা ভাবে, তুমি ভাবতে পারে। আপনার গুরু তো ভগবান