পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৩২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఇనb* ঐশ্রীরামকৃষ্ণকথামৃত। [ 1885, 1st September. [ পূর্বকথা —কামারপুকুরে ধাৰ্ম্মিক সত্যবাদী দ্বারা সালিসী । ] “আমাদের দেশে পেটমোটা গোফওয়ালা অনেক লোক আছে। তবু দশ ক্রোশ দূর থেকে ভাল লোককে পান্ধী করে আনে কেন—ধাৰ্ম্মিক সত্যবাদী দেখে। তারা বিবাদ মিটাবে। শুধু যারা পণ্ডিত, তাদের আনে না । “সত্যকখ। কলির তপস্য। ‘সত্যকথা, অধীনতা, পরস্ত্রী মাতৃ-সমান । ঠাকুর বালকের মত ডাক্তারকে বলিতেছেন—বাবু, আমার এটা ভাল করে দাও । 4 ডাক্তার। আমি ভাল কোরবো ? শ্ৰীবামকৃষ্ণ (সহস্যে) । ডাক্তার লাল্লাঙ্কণ । আমি সব মানি । s Reconciliation of Free Will and God’s Will ; o Liberty and Necessity. ঈশ্বরই মাহুত নারায়ণ । ] “যদি বলে সব নারায়ণ, তবে চুপ করে থাকলেই হয় ; তা আমি "মাহুত লাল্লান✉ = ও মানি । প্রথমভাগ, প্রথমখণ্ড । “শুদ্ধ মন আর শুদ্ধ আত্মা একই ! শুদ্ধ মনে যা উঠে, সে র্তারই কথা । তিনিই মাহুত লাল্লাল্লাল’ । “তার কথা শুনবে না কেন ? তিনিই কর্তা । ‘আমি যতক্ষণ রেখেছেন, তার আদেশ শুনে কাজ করবো । ঠাকুরের গলার অসুখ এইবার ডাক্তার দেখিবেন । ঠাকুর বলিতেছেন,—মহেন্দ্র সরকার জিহব টিপেছিল, যেমন গরুর জিহব কে টিপে ! ঠাকুর আবার বালকের ন্যায় ডাক্তারের জামায় বারংবার হাত দিয়ে বলিতেছেন,—বাবু! বাবু ; তুমি এইটে ভাল করে দাও । Laryngoscope দেখিয়া ঠাকুর হাসিতে হাসিতে বলিতেছেন— বুঝেছি, এতে ছায় পড়বে। e নরেন্দ্র গান গাইলেন । ঠাকুরের অসুখ বলিয়া বেশী গান হইল না । ങ്ങബ= അഞ്ഞ്