পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৩৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা, শ্যামপুকুর । নরেন্দ্র, সরকার প্রভৃতি ভক্তসঙ্গে। ৩২৫ চিন্তিত হইয়াছেন। ঠাকুর বলিতেছেন,—“ঐ গানটি হলে আমি থামবো—“হল্লিৱ সমদিল্লী” । নরেন্দ্র কক্ষান্তরে ছিলেন, তাকে ডাকান হইল। তিনি র্তাহার দেবদুল্লাভ কণ্ঠে গান শুনাইতেছেন— BBSSSBBBB BBDS BBB BB BBBB BBBB BDS ( একবার ) লুটায়ে অবনীতল হরি হরি বলি কাদো রে । গভীর নিনাদে হরিনামে গগন ছা ও রে, নাচে হরি বলে দু বাহু তুলে, হরিনাম বিলাও রে । হরিপ্রেমানন্দরসে অনুদিন ভাসো রে, গাও হরিনাম হও পূর্ণকাম, নীচ বাসন নাশো রে! শ্রীরামকৃষ্ণ । আর সেইটি ? ‘চিদানন্দসিন্ধুনীরে ? নরেন্দ্র গাইতেছেন— চিদানন্দসিন্ধুলীৱে প্রেমানন্দের লহরী, মহাভাব রসলীলা কি মাধুরী—মরি মরি। মহাযোগে সব একাকার হইল, দেশকাল ব্যবধান সব ঘুচিল রে, এখন আনন্দে মাতিয়া, দু’বাহু তুলিয়া, বল রে মন হরি হরি । গান—চি স্তন্ত্র মম মালসন হল্লি চিদঘল নিরঙল্লল । ডাক্তার একাগ্রমনে শুনিতেছেন । গান সমাপ্ত হইলে বলিতেছেন, চিদানন্দসিন্ধুনীরে,ঐটি বেশ !’ ডাক্তারের আনন্দ দেখিয়া ঠাকুর বলিতেছেন—“ছেলে বলেছিল, ‘বাবা, একটু (মদ) চেখে দেখ, তার পর আমায় ছাডতে বল ত ছাড়া যাবে । বাবা খেয়ে বল্লে, ‘তুমি বাছা ছাড় আপত্তি নাই,—কিন্তু আমি ছাড়ছি না ! ( ডাক্তার ও সকলের হাস্য । ) “সে দিন মা দেখালে দু’টি লোককে । ইনি তার ভিতর একজন। খুব জ্ঞান হবে দেখলাম,—কিন্তু শুষ্ক। (ডাক্তারকে,সহস্তে) কিন্তু তুমি রোস্বে !” [ ডাক্তার চুপ করিয়া আছেন। শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত, চতুর্থভাগ, ত্রিংশৎখণ্ডে মিশ্রাদি ভক্তসঙ্গে আনন্দ ও যীশুর আবেশ-কথা সমাপ্ত । حمست=== تب تصچتے سے لیےے سے ییے