পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৩৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Wo 8 শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত [ 1885, 3 Ist October. [ নরেন্দ্র, ডাক্তার সরকার প্রভৃতি সঙ্গে কীৰ্ত্তনানন্দে ।] ডাক্তার সরকার আসিয়াছেন । ডাক্তারকে দেখিয়া ঠাকুর সমাধিস্থ । কিঞ্চিৎ ভাব উপশমের পর ঠাকুর ভাবাবেশে বলিতেBBSeBKKBBDu KK BBBT BBBB SBBBuJKK কারণ !” ডাক্তার বলিতেছেন, হ ! শ্রীরামকৃষ্ণ । বেহু শ হই নাই । ডাক্তার বুঝিয়াছেন যে, ঠাকুরের ঈশ্বরের আবেশ হইয়াছে ! তাই বলিতেছেন,—“ন, তুমি খুব হুলাংশে আছে!” ঠাকুর সহস্তে বলিতেছেন— o গান। স্বরাপান করি না আমি সুধা খাই জয়কালী বলে, মন মাতালে মাতাল করে, মদ মাতালে মাতাল বলে । গুরুদত্ত গুড় লয়ে, প্রবৃত্তি তায় মশলা দিয়ে (মা), জ্ঞান শুড়িতে চুয়ায় ভাটি, পান করে মোর মন মাতালে। মূলমন্ত্র যন্ত্র ভরা, শোধন করি বলে তারা, প্রসাদ বলে এমন স্থর, খেলে চতুর্বর্বর্গ মেলে |’ গান শুনিয়া ডাক্তার ভাবাবিষ্টপ্রায় হইলেন । ঠাকুরেরও আবার ভাবাবেশ হইল। ভাবে ডাক্তারের কোলে চরণ বাড়াইয়া দিলেন । কিয়ৎক্ষণ পরে ভাব সম্বরণ হইল,—তখন চরণ গুটাইয়া লইয় ডাক্তারকে বলিতেছেন—“উহ! তুমি কি কথাই বলেছ! তারি কোলে বসে আছি, তাকে ব্যারামের কথা বোলবো না ত কাকে বোলব ! — ডাকতে হয়, তাকেই ডাকবো ।” এই কথা বলিতে বলিতে ঠাকুরের চক্ষু জলে ভরিয়া গেল। আবার ভাবাবিষ্ট —ভাবে ডাক্তারকে বলিতেছেন—“তুমি খুব শুদ্ধ। তা না হলে পা রাখতে পারি না ।” আবার বলিতেছেন, “শাস্ত ও হি হ্যাক্স মে। রামক্স সন চাখে । “বিষয় কি ?—ওতে আছে কি ?—টাকা, কড়ি, মান, শরীরের সুখ, —ওতে আছে কি ? রামকে শো চিলা নাই দিল চিল। হ্যাক্স সেনা কেল্লা রে! এত অসুখের উপর ঠাকুরের ভাবাবেশ হইতেছে দেখিয়া ভক্তেরা